কাজ সংকটে শিল্পীরা বিদেশে পাড়ি দিচ্ছেন: মিশা সওদাগর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কাজ সংকটে শিল্পীরা বিদেশে পাড়ি দিচ্ছেন: মিশা সওদাগর

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 8, 2025 ইং
কাজ সংকটে শিল্পীরা বিদেশে পাড়ি দিচ্ছেন: মিশা সওদাগর ছবির ক্যাপশন: কাজ সংকটে শিল্পীরা বিদেশে পাড়ি দিচ্ছেন: মিশা সওদাগর
ad728
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন,
“কাজ না থাকলে একজন শিল্পীর করারই বা কী আছে? অনেকেই পরিবার নিয়ে বিদেশে চলে যাচ্ছেন; কেউ স্থায়ীভাবে, কেউ আবার দেশে ফিরে সীমিত আকারে কাজ করছেন।”

‘আগে দিনে চার-পাঁচটা সিনেমা করতাম’

অতীতের ব্যস্ত সময়ের কথা স্মরণ করে মিশা সওদাগর জানান, একসময় দিনে চার-পাঁচটি ছবির শুটিং করেছেন।
“সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত শুট করেছি। এখন সেই এফডিসি প্রায় বন্ধ হয়ে গেছে।”

তার মতে, শিল্পীরা ইচ্ছা করে দেশ ছাড়ছেন না; বরং কাজের অভাব তাদেরকে বাধ্য করছে বিদেশমুখী হতে।
তিনি বলেন,
“অমিত হাসান, মৌসুমী, ইমন, আলেকজান্ডার বোসহ অনেকেই বিদেশে আছেন। মাহিয়া মাহিও এখন যুক্তরাষ্ট্রে। কাজ থাকলে কেউ যেতেন না।”

নিজ পরিবারও যুক্তরাষ্ট্রে

নিজের কথাও উল্লেখ করেন এই বর্ষীয়ান অভিনেতা।
“আমার পরিবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকে। আমিও বছরের একটা বড় সময় সেখানে কাটাই। বিদেশে গেলে অন্তত স্থায়ী আয়ের নিশ্চয়তা থাকে— পরিবার নিয়ে বেঁচে থাকা যায়।”

‘কাজ না থাকলে শিল্পী কী করবে?’

বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে কাজের পরিমাণ কমে যাওয়াকে তিনি পুরো সংকটের কেন্দ্রবিন্দু হিসেবে দেখছেন।
তার ভাষায়,
“কাজ বাড়লেই সবাই দেশে ফিরে আসবে। কিন্তু ইনকাম যদি বন্ধ হয়ে যায়, তখন একজন শিল্পী কী করবে?”

শিল্পীদের চাপ বাড়ছে

শিল্পী সমাজের জীবনযাত্রার মান বজায় রাখার চাপ তুলে ধরে মিশা বলেন—
“কাজ থাকুক বা না থাকুক শিল্পীদের চেহারা, পোশাক, গাড়ি, মোবাইল, ঘরের পরিবেশ— সব কিছুর একটা স্ট্যান্ডার্ড ধরে রাখতে হয়। আমরা কাজ করি পরিবারের জন্য, বাঁচার তাগিদে।”

মিশা সওদাগরের এই বক্তব্য চলচ্চিত্রশিল্পের বর্তমান সংকট নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে

নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পোস্টাল ব্যালট হবে বিশ্বমানের রোল মডেল: সিইসি

পোস্টাল ব্যালট হবে বিশ্বমানের রোল মডেল: সিইসি