জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দাম্পত্য জীবন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাম্প্রতিক একটি বক্তব্য। ২০২৫ সালের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দিয়েছিলেন তাহসান। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে হাসিমুখের ছবি ও ভিডিও শেয়ার করায় তাদের দাম্পত্য জীবন বেশ সুখের বলেই ধারণা করেছিলেন অনুরাগীরা। তবে সেই সুখের ছবির আড়ালে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা এখন প্রকাশ্যে।
গত কয়েক মাস ধরেই তাহসান ও রোজা আলাদা থাকছেন—এমন গুঞ্জন চলছিল সোশ্যাল মিডিয়ায়। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা নিজেই নিশ্চিত করেছেন তাহসান খান। এক ক্ষুদে বার্তায় তিনি জানান, “দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি।”
বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনাগ্রহী ছিলেন বলেও উল্লেখ করেন এই তারকা শিল্পী। তাহসান বলেন, তিনি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় যেতে চাননি। তবে সাম্প্রতিক সময়ে তাদের বিবাহবার্ষিকী ঘিরে নানা ভুয়া খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন হয়ে পড়ে। তাহসানের ভাষায়, “অ্যানিভার্সারি নিয়ে অনেক ফেক নিউজ দেখলাম, যার কারণে বলতে হচ্ছে—আমরা অনেক দিন ধরেই একসঙ্গে থাকছি না।”
রোজা আহমেদ তাহসান খানের দ্বিতীয় স্ত্রী। মাত্র চার মাসের পরিচয়ের পর ২০২৫ সালের ৪ জানুয়ারি তাদের বিয়ে সম্পন্ন হয়। রোজা পেশায় একজন মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। বর্তমানে নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে বলেও জানা গেছে।
তাহসানের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের সংসারের ইতি ঘটে। সেই বিচ্ছেদের পর বেশ কিছু বছর ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছিলেন তাহসান।
নতুন করে বিয়ের পর ভক্তদের মধ্যে আশার সঞ্চার হলেও এবার আবারও বিচ্ছেদের পথে হাঁটছেন কিনা—সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে এখন পর্যন্ত আইনগত বিচ্ছেদ বা ডিভোর্স নিয়ে তাহসান বা রোজার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিনোদন অঙ্গনে তাহসান-রোজার এই দূরত্ব নিয়ে আলোচনা চললেও, দুজনই আপাতত বিষয়টি ব্যক্তিগত পরিসরেই রাখতে চান বলে ধারণা করা হচ্ছে।
কসমিক ডেস্ক