চাঁদপুর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁদপুর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2026 ইং
চাঁদপুর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ছবির ক্যাপশন:
ad728

চাঁদপুর-২ সংসদীয় আসন (মতলব উত্তর–মতলব দক্ষিণ) থেকে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আব্দুল মোবিন। ১০ দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

বিষয়টি ডা. আব্দুল মোবিন নিজেই নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে তিনি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে ডা. আব্দুল মোবিন মাঠপর্যায়ের নেতাকর্মী, সহযোদ্ধা ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন,
“আলহামদুলিল্লাহ, মাঠে নেতাকর্মী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী—যাদের ভাবনায় আমি শান্তি ও নিরাপত্তার প্রতীক—তাদের সকলের জন্য সশ্রদ্ধ সালাম, কৃতজ্ঞতা ও ভালোবাসা। মতলবের মাটি ও মানুষ তার সন্তানের প্রতি যা কিছু উজাড় করে দিয়েছে, তা আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।”

তিনি আরও লেখেন, মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে। তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে বলেন,
“আমি শপথের কর্মী। আমার কাছে দ্বিতীয় কিছু নেই। মতলব তথা দেশকে দেওয়ার ক্ষুধা আছে। আল্লাহ যখন যে পরিসরে যতটুকু সুযোগ দেবেন, মতলববাসীর সঙ্গেই থাকব।”

ডা. আব্দুল মোবিন কালবেলাকে বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং জোটগত সিদ্ধান্ত বাস্তবায়নে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী সরে দাঁড়ানোর পর চাঁদপুর-২ আসনে ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে এলডিপির (ছাতা প্রতীক) মো. বিল্লাল হোসেন মিয়াজীকে মনোনীত করা হয়েছে

এ বিষয়ে জোটের মনোনীত প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেন, “১০ দলীয় জোট থেকে আমাকে চাঁদপুর-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।”

রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, জোটগত সমঝোতার অংশ হিসেবে জামায়াত প্রার্থীর এই সিদ্ধান্ত চাঁদপুর-২ আসনের নির্বাচনী সমীকরণকে স্পষ্ট করেছে। এতে জোটের ঐক্য আরও দৃশ্যমান হলো বলেও মনে করছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সৎ ও নির্ভীক ছিলেন শহীদ ওসমান হাদি

ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সৎ ও নির্ভীক ছিলেন শহীদ ওসমান হাদি