
চাঁদপুর-২ সংসদীয় আসন (মতলব উত্তর–মতলব দক্ষিণ) থেকে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আব্দুল মোবিন। ১০ দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
বিষয়টি ডা. আব্দুল মোবিন নিজেই নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে তিনি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।
ডা. আব্দুল মোবিন কালবেলাকে বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং জোটগত সিদ্ধান্ত বাস্তবায়নে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
জামায়াতে ইসলামীর প্রার্থী সরে দাঁড়ানোর পর চাঁদপুর-২ আসনে ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে এলডিপির (ছাতা প্রতীক) মো. বিল্লাল হোসেন মিয়াজীকে মনোনীত করা হয়েছে।
এ বিষয়ে জোটের মনোনীত প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেন, “১০ দলীয় জোট থেকে আমাকে চাঁদপুর-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।”
রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, জোটগত সমঝোতার অংশ হিসেবে জামায়াত প্রার্থীর এই সিদ্ধান্ত চাঁদপুর-২ আসনের নির্বাচনী সমীকরণকে স্পষ্ট করেছে। এতে জোটের ঐক্য আরও দৃশ্যমান হলো বলেও মনে করছেন তারা।