পরিচয়ে নয়, কর্মেই পরিচিত হতে চান আনোয়ারা ইসলাম রানী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পরিচয়ে নয়, কর্মেই পরিচিত হতে চান আনোয়ারা ইসলাম রানী

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
পরিচয়ে নয়, কর্মেই পরিচিত হতে চান আনোয়ারা ইসলাম রানী ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তৃতীয় লিঙ্গের নেত্রী আনোয়ারা ইসলাম রানী। তিনি রংপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আনোয়ারা ইসলাম রানী। তবে এবারের নির্বাচনে ঈগল প্রতীকটি দলীয় প্রতীক হওয়ায় তিনি হরিণ অথবা মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

রংপুর-৩ আসনে তার এই প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। একই আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরও নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে আনোয়ারা ইসলাম রানী বলেন,
“আমি রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করেছি। কোনো ক্ষমতার জোরে নয়, কোনো দলের ছায়ায় নয়—শুধু মানুষের ভালোবাসা, বিশ্বাস ও ন্যায়ের শক্তিকে সঙ্গী করেই এগিয়ে যেতে চাই। অবহেলিত মানুষের পাশে থাকাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন,
“আমি রাজনীতিতে এসেছি জনগণের কল্যাণে, সুবিধাভোগী হতে নয়। মানুষের অধিকার আদায় এবং স্বাধীনভাবে কথা বলার জন্যই এই লড়াই। অবহেলিত কণ্ঠ যেন কেউ রোধ করতে না পারে—এই লক্ষ্যেই রাজনীতিতে থাকা। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে রানী বলেন, “আমার কোনো পিছুটান নেই, কোনো সংসার নেই। তাই আমার সময়, শক্তি ও দায়বদ্ধতা পুরোপুরি আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য উৎসর্গ করতে চাই।”

রংপুর-৩ আসনের প্রান্তিক জনগোষ্ঠীর প্রসঙ্গে তিনি বলেন, “এই সংগ্রাম কোনো ব্যক্তিগত লড়াই নয়। এটি একটি মানবিক দায় এবং ন্যায়ের আন্দোলন। কৃষক, শ্রমিক, নারী, তরুণ, বয়স্ক মানুষ, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সম্মান, মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমার অঙ্গীকার।” স্থানীয় নুরপুর এলাকার বাসিন্দা মাসুদ রানা বলেন, “রানীর বিকল্প প্রার্থী নেই। তৃতীয় লিঙ্গের অধিকার ও অবহেলিত মানুষের জন্য যে সংগ্রাম তিনি করে যাচ্ছেন, তা ইতিহাসে লেখা থাকবে। গতবার আমরা তাকে ভোট দিয়েছিলাম, কিন্তু ভোট চুরির কারণে তিনি নির্বাচিত হতে পারেননি। এবারও আমরা তাকে ভোট দেব এবং আশা করি তিনি বিজয়ী হবেন।” স্থানীয়ভাবে আনোয়ারা ইসলাম রানীর জনপ্রিয়তা এবং তার মানবিক রাজনীতির বার্তা রংপুর-৩ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সময় দিতে না পারার দায় স্বীকার করে পদত্যাগ বিসিবি পরিচালকের

সময় দিতে না পারার দায় স্বীকার করে পদত্যাগ বিসিবি পরিচালকের