হাদি হত্যার বিচার দাবিতে সারা দেশে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাদি হত্যার বিচার দাবিতে সারা দেশে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
হাদি হত্যার বিচার দাবিতে সারা দেশে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ ছবির ক্যাপশন: হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
ad728

শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেফতার দাবিতে সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রাজধানী ঢাকা ছাড়াও রংপুর, বরিশাল, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগীয় শহরে এই কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনটির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

রোববার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। বেলা দুইটার পর শাহবাগ মোড় সম্পূর্ণ বন্ধ করে দিলে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। নেতারা জানান, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে দীর্ঘমেয়াদি অবস্থান কর্মসূচিও দেওয়া হবে।

চট্টগ্রামে কর্ণফুলী সেতু এলাকায় অবরোধের ফলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। কয়েক শ’ নেতাকর্মী সেখানে অবস্থান নিয়ে জাতীয় পতাকা ও বিচার দাবির প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। পরে পুলিশের অনুরোধে সন্ধ্যার দিকে অবরোধ তুলে নেওয়া হলেও যানজট দীর্ঘ সময় অব্যাহত থাকে।

রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী–নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। সেখানে অবস্থানরত বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো দৃশ্যমান বিচারিক অগ্রগতি নেই। একই দাবিতে তালাইমারি এলাকাতেও মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন জুলাই যোদ্ধা ও এনসিপির নেতাকর্মীরা।

খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র-জনতা। তারা জানান, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন জুলাই যোদ্ধা জনি বিশ্বাস। তিনি বলেন, ন্যায়বিচার আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

নারায়ণগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অবরোধের ফলে দেশের ব্যস্ততম মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে বিকেলে অবরোধ প্রত্যাহার করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, হত্যাকাণ্ডের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও মূল আসামিদের গ্রেফতার না হওয়া সরকারের ব্যর্থতার প্রমাণ। তারা হুঁশিয়ারি দেন, বিচার নিশ্চিত না হলে সারা দেশে আন্দোলন আরও জোরদার করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবুধাবিতে ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্

আবুধাবিতে ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্