প্রেমিক দেবমাল্যর সঙ্গে বাগদান সারলেন মধুমিতা সরকার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রেমিক দেবমাল্যর সঙ্গে বাগদান সারলেন মধুমিতা সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
প্রেমিক দেবমাল্যর সঙ্গে বাগদান সারলেন মধুমিতা সরকার ছবির ক্যাপশন:
ad728

রুপালি পর্দার গল্পকে বাস্তব জীবনে ছাপিয়ে নতুন এক অধ্যায় শুরু করলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘদিনের প্রেমকে আনুষ্ঠানিক রূপ দিয়ে রোববার (১৮ জানুয়ারি) প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাগদান সম্পন্ন করেন তিনি।

বাগদানের মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এক শব্দেই নিজের অনুভূতি প্রকাশ করেন মধুমিতা। ছবির ক্যাপশনে তিনি লেখেন—‘আমার’। মুহূর্তেই সেই পোস্টে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা আর ভালোবাসার ঢল নামে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রথম সংসার ভাঙার পর দীর্ঘ সময় একা ছিলেন মধুমিতা সরকার। ২০২৪ সালের শেষ দিকে নতুন প্রেমের কথা প্রকাশ্যে আনেন তিনি। এরপর থেকেই দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে তার বিভিন্ন ভ্রমণের ছবি ও মুহূর্ত সামাজিক মাধ্যমে আলোচনায় আসে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ জানুয়ারি দেবমাল্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই অভিনেত্রী। বিয়ের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়িতে উৎসবের আমেজ তৈরি হয়েছে। পুরোহিত ঠিক করা থেকে শুরু করে ঘর সাজানো—সবকিছুই চলছে ব্যস্ততার মধ্য দিয়ে।

বিয়ের প্রস্তুতি নিয়ে মধুমিতা বলেন, অনেক বছর পর বাড়িতে বড় কোনো অনুষ্ঠান হচ্ছে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে সব আয়োজন সামলাতে হচ্ছে। পাশাপাশি বিয়ের আগের আনুষ্ঠানিক খাবার আয়োজন নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।

বিয়ে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে মধুমিতা বলেন, সেই মুহূর্তটির জন্য তিনি মুখিয়ে আছেন। দিন গুনছেন, কারণ খুব শিগগিরই নতুন জীবনের শুরু হবে।

জানা গেছে, বারুইপুর রাজবাড়িতে হবে বিয়ের মূল আয়োজন। মধুমিতা ও দেবমাল্য দুজনেই সাবেকি সাজে বিয়েতে অংশ নেবেন। আগামী ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে অনুষ্ঠিত হবে রিসেপশন। বিনোদন জগতের অনেক পরিচিত মুখ সেখানে উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি মধুমিতা।

উল্লেখ্য, স্টার জলসায় প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’-তে ‘পাখি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান মধুমিতা সরকার। অল্প বয়সেই অভিনেতা সৌরভের সঙ্গে তার প্রথম বিয়ে হয়, যা ২০১৯ সালে বিবাহবিচ্ছেদের মাধ্যমে শেষ হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীতের দাপট ঢাকার আংশিক মেঘলা আকাশে, শীতের তীব্রতা আরো বৃদ্ধি

শীতের দাপট ঢাকার আংশিক মেঘলা আকাশে, শীতের তীব্রতা আরো বৃদ্ধি