আবুধাবিতে ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব সম্পন্ন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আবুধাবিতে ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
আবুধাবিতে ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব সম্পন্ন ছবির ক্যাপশন:
ad728

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় শান্তি আলোচনার দ্বিতীয় দফা বৈঠক শেষ হয়েছে। দুই দিনব্যাপী এই আলোচনার শেষ দিন শনিবার (২৪ জানুয়ারি) তিন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভের মুখপাত্র ডায়ানা দাভিতিয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, “হ্যাঁ, বৈঠকটি শেষ হয়েছে।” তবে আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত বা অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বৈঠক শেষ হওয়ার পর রুশ প্রতিনিধিদল তাদের আবাসস্থলে ফিরে গেছে। তাস এক সূত্রের বরাতে জানায়, দ্বিতীয় দিনের রুদ্ধদ্বার বৈঠকটি প্রায় চার ঘণ্টা ধরে চলে। আলোচনায় ইংরেজি ও রুশ—এই দুই ভাষা ব্যবহার করা হয়।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় সম্ভাব্য বাফার জোন গঠন, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোসহ বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা হয়েছে। তবে আলোচনার সবচেয়ে জটিল ও স্পর্শকাতর ইস্যু ছিল ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল।

রাশিয়া এই আলোচনায় ডনবাস অঞ্চল থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহারকে অগ্রাধিকার দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে কী প্রতিক্রিয়া জানানো হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তাস আরও জানায়, আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো বৈঠকের প্রাথমিক ফলাফল নিজ নিজ সরকারের কাছে উপস্থাপন করবে। এরপরই আলোচনার অগ্রগতি বা ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।

এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) আবুধাবিতে প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা একসঙ্গে আলোচনায় বসেন। আন্তর্জাতিক মহলের নজর ছিল এই বৈঠকের দিকে, কারণ দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত অবসানে এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ডনবাসসহ মূল ইস্যুগুলোতে সমঝোতা না হলে দ্রুত শান্তি চুক্তি সম্ভব নয়। তবে তিন পক্ষের এক টেবিলে বসে আলোচনা চালিয়ে যাওয়াকেই যুদ্ধ অবসানের পথে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি: প্রধান উপদেষ্টা ড. ইউনূ

প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি: প্রধান উপদেষ্টা ড. ইউনূ