RAB-১৩ এর অভিযানে গাইবান্ধায় মাদক ব্যবসায়ী আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

RAB-১৩ এর অভিযানে গাইবান্ধায় মাদক ব্যবসায়ী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
RAB-১৩ এর অভিযানে গাইবান্ধায় মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন: গাইবান্ধায় র‌্যাব-১৩ এর অভিযানে উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত আসামি।
ad728
বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং-০৯/০১/২০২৬ তারিখ রাত ০৮.৩০ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর থানাধীন এলাকায় ধৃত আসামি মোঃ কামাল হোসেন সাং-উত্তর গিদারী বার টিকরী, ওয়ার্ড নং-০১, ইউনিয়ন-১১ নং গিদারী, থানা ও জেলা-গাইবান্ধা এর বসতবাড়ি তল্লাশী করে আসামির শয়ন কক্ষের খাটের নিচে রক্ষিত ৪.৮৫ কেজি গাঁজা জব্দসহ আসামি মোঃ কামাল হোসেন (৫০), পিতা-মোঃ জয়নাল মিয়া, মাতা-মোছাঃ ঠান্ডা রানী, সাং-উত্তর গিদারী বার টিকরী, ওয়ার্ড নং-০১, ইউনিয়ন-১১ নং গিদারী, থানা ও জেলা-গাইবান্ধা'কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামি অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নড়াইল-১ ও ২ আসনে চূড়ান্ত লড়াইয়ে ১৫ প্রার্থী

নড়াইল-১ ও ২ আসনে চূড়ান্ত লড়াইয়ে ১৫ প্রার্থী