যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ স্মারকের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ। ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন নীতির আওতায় নেওয়া এই পদক্ষেপকে এ পর্যন্ত সবচেয়ে কঠোর সিদ্ধান্তগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, ব্রাজিল ও নাইজেরিয়াসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য নতুন করে ভিসা আবেদন প্রক্রিয়া বন্ধ রাখা হবে। যদিও ওই নথিটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে পররাষ্ট্র দপ্তরের অভ্যন্তরীণ পর্যায়ে বিষয়টি চূড়ান্ত বলেই ধারণা করা হচ্ছে। তালিকায় থাকা কয়েকটি দেশের নাগরিকদের জন্য এর আগেই যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া অত্যন্ত কঠিন ছিল। আফগানিস্তান, ইরান, রাশিয়া ও সোমালিয়ার মতো দেশগুলো এর উদাহরণ। তবে নতুন সিদ্ধান্তে আরও অনেক দেশের নাগরিক সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন।
ফক্স নিউজ ডিজিটাল বুধবার প্রথম এই সিদ্ধান্তের খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, এই স্থগিতাদেশ কার্যকর হলে বিশ্বের প্রায় ২০০টি দেশের মধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে নতুন করে ভ্রমণের পথ কার্যত বন্ধ হয়ে যাবে। এর ফলে কাজ, শিক্ষা ও পর্যটন—সব ধরনের ভ্রমণ পরিকল্পনায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হবে।
বিশেষজ্ঞরা বলছেন, সিদ্ধান্তটি এমন এক সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আসর শুরুর কয়েক মাস আগেই এ ধরনের ভিসা বিধিনিষেধ আরোপ বিদেশি দর্শক ও সংশ্লিষ্ট খাতগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই সিদ্ধান্তের পেছনে নিরাপত্তাজনিত উদ্বেগকেই প্রধান কারণ হিসেবে দেখানো হচ্ছে। গত বছরের শেষ দিকে ওয়াশিংটনে এক আফগান নাগরিকের গুলিতে দুইজন ন্যাশনাল গার্ড সদস্য আহত হওয়ার ঘটনার পর ট্রাম্প প্রশাসন আরও কঠোর ভিসা নীতির ইঙ্গিত দিয়েছিল। একই সঙ্গে মিনেসোটা অঙ্গরাজ্যে বসবাসরত সোমালি নাগরিকদের জন্য নির্বাসন সুরক্ষা প্রত্যাহারের উদ্যোগও নেওয়া হয়।
বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এমন ব্যক্তিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হবে, যারা ভবিষ্যতে রাষ্ট্রের ওপর বোঝা হয়ে উঠতে পারেন বা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারেন।
ফক্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, ভিসা আবেদনকারীদের যাচাই-বাছাই ও নিরাপত্তা পরীক্ষার পদ্ধতি পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত কনস্যুলার কর্মকর্তাদের আবেদন প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। এই নতুন নির্দেশনা ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম কঠোর ভিসা যাচাই ব্যবস্থার অধিকারী যুক্তরাষ্ট্র আগেও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণসহ নানা অতিরিক্ত শর্ত আরোপ করেছিল। নতুন এই সিদ্ধান্ত সেই কঠোরতার মাত্রা আরও এক ধাপ বাড়িয়ে দিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
কসমিক ডেস্ক