ইরান যদি তাকে হত্যা করে, তাহলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার নির্দেশনা দেওয়া আছে—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বক্তব্যে তিনি এ তথ্য জানান।
ট্রাম্পের এই বক্তব্য আসে ইরানের পক্ষ থেকে দেওয়া একাধিক হুমকির প্রেক্ষাপটে। এর আগে ইরান হুঁশিয়ারি দেয়, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে ট্রাম্পের শুধু হাত বিচ্ছিন্ন করা হবে না, তাকেও হত্যা করা হবে।
ইরানের সেনাবাহিনীর জেনারেল আব্দুলফজল শেখারচি এক বক্তব্যে বলেন, ট্রাম্প জানেন—ইরানের নেতৃত্বের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে তারা শুধু সেই হাতই বিচ্ছিন্ন করবে না। তিনি দাবি করেন, এটি কোনো স্লোগান নয়, বরং বাস্তব হুঁশিয়ারি। একই বক্তব্যে তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে পুরো বিশ্বেই অস্থিরতা ছড়িয়ে পড়বে এবং প্রতিপক্ষের জন্য নিরাপদ কোনো স্থান থাকবে না।
এই হুমকির জবাবে ট্রাম্প বলেন, তার কাছে অত্যন্ত কঠোর নির্দেশনা দেওয়া আছে। নিজের কোনো ক্ষতি হলে মার্কিন সেনাবাহিনী ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে বলে তিনি মন্তব্য করেন।
এর আগেও একই ধরনের বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প। গত বছরও তিনি বলেছিলেন, ইরান যদি তাকে হত্যা করে, তাহলে দেশটি নিশ্চিহ্ন হয়ে যাবে।
উল্লেখ্য, ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অভিজাত কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি নিহত হন। ওই ঘটনার পর থেকেই ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে আসছে ইরান।