চন্দনাইশে এলডিপির কয়েকশ নেতাকর্মীর বিএনপিতে যোগদান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চন্দনাইশে এলডিপির কয়েকশ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
চন্দনাইশে এলডিপির কয়েকশ নেতাকর্মীর বিএনপিতে যোগদান ছবির ক্যাপশন:
ad728

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন সংযোজন ঘটেছে। দোহাজারি পৌরসভা এলডিপির প্রায় দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) দোহাজারি রূপনগর কমিউনিটি সেন্টারে আয়োজিত যোগদান অনুষ্ঠানে চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জসিম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ফুল দিয়ে নবাগত নেতাকর্মীদের বরণ করে নেন।

অনুষ্ঠানস্থল ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে যোগদানকারীরা অনুষ্ঠানে অংশ নেন। পুরো আয়োজন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, এলডিপির নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের মধ্য দিয়ে এই আসনে ধানের শীষের পক্ষে গণসমর্থন আরও জোরদার হয়েছে।

বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমেদ বলেন, ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়ছে বলেই এলডিপির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সামনে আরও অনেক নেতাকর্মী বিএনপিতে যুক্ত হবেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

যোগদান অনুষ্ঠানে প্রধান নির্বাচন সমন্বয়কারী এম এ হাশেম রাজু, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজিম উদ্দিন, নুরুল ইসলামসহ চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান জানালেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা

দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান জানালেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা