শীতে ঢাবি ক্যাম্পাসের বিড়ালদের জন্য ডাকসুর মানবিক উদ্যোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শীতে ঢাবি ক্যাম্পাসের বিড়ালদের জন্য ডাকসুর মানবিক উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 9, 2026 ইং
শীতে ঢাবি ক্যাম্পাসের বিড়ালদের জন্য ডাকসুর মানবিক উদ্যোগ ছবির ক্যাপশন:
ad728

প্রচণ্ড শীতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হলে থাকা বিড়ালদের কষ্ট লাঘবে উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শীতের মধ্যে বিড়ালদের জন্য উষ্ণ আশ্রয়ের ব্যবস্থা করতে ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে শেল্টার বক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়নে ডাকসু সহযোগিতা করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পশু উদ্ধার ও সেবামূলক প্ল্যাটফর্ম ‘কেয়ার ডিইউ’র সঙ্গে। এর অংশ হিসেবে আবাসিক হলগুলোতে বিড়ালদের জন্য শেল্টার বক্স সরবরাহ করা হচ্ছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ডাকসু ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন আবাসিক হলের প্রতিনিধিদের কাছে শেল্টার বক্স হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার, কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির ও বেলাল হোসাইন অপু খানসহ ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ।

কেয়ার ডিইউ জানিয়েছে, একটি সুন্দর ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গন গড়ে তুলতে হলে মানুষ, প্রাণী ও প্রকৃতির মধ্যে সহাবস্থান নিশ্চিত করা জরুরি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে গোটা দেশের জন্য একটি মডেল ক্যাম্পাস হিসেবে উপস্থাপন করতে চান, যেখানে মানুষ ও প্রাণীর মধ্যে সহমর্মিতা ও সহাবস্থানের সংস্কৃতি গড়ে উঠবে।

এ বিষয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ক্যাম্পাসে কুকুর, বিড়াল, পাখিসহ বসবাসকারী সব প্রাণীর জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। প্রচণ্ড শীতে বিড়ালরা যাতে কষ্ট না পায়, সেজন্য ডাকসু ও কেয়ার ডিইউর যৌথ উদ্যোগে আবাসিক হলে হলে শেল্টার বক্স স্থাপনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, এর আগেও ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সময়ে এসব প্রাণীর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। ভবিষ্যতেও প্রাণী কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই উদ্যোগকে শিক্ষার্থী ও প্রাণীপ্রেমীদের পক্ষ থেকে ইতিবাচক ও মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে, এ ধরনের কার্যক্রম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহমর্মিতা ও দায়িত্ববোধের সংস্কৃতি আরও জোরদার করবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নওগাঁয় আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপির দুই প্রার্থীকে শোকজ

নওগাঁয় আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপির দুই প্রার্থীকে শোকজ