সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক মহলেও তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শরিফ ওসমান হাদির একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, আমাদের ভাই হাদি অনন্ত যাত্রায় পাড়ি জমিয়েছেন। শারীরিকভাবে না থাকলেও তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে থেকে যাবেন—এই বার্তাই তার পোস্টে প্রতিফলিত হয়।
এর কিছু আগে রাত ৯টা ৪৪ মিনিটে শরিফ ওসমান হাদির নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট প্রকাশিত হয়, যেখানে তার আদর্শিক অবস্থান ও সংগ্রামের কথা উল্লেখ করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরান পল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। সে সময় তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে গুলি করে দ্রুত স্থান ত্যাগ করে।
আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে। তার রাজনৈতিক ভূমিকা ও সামাজিক সক্রিয়তা স্মরণ করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করছেন।
কসমিক ডেস্ক