চীনের সড়কে নামল রোবট ট্রাফিক পুলিশ, শুরু হলো স্মার্ট ট্রাফিক যুগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চীনের সড়কে নামল রোবট ট্রাফিক পুলিশ, শুরু হলো স্মার্ট ট্রাফিক যুগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
চীনের সড়কে নামল রোবট ট্রাফিক পুলিশ, শুরু হলো স্মার্ট ট্রাফিক যুগ ছবির ক্যাপশন:
ad728

চীনের সড়ক ব্যবস্থাপনায় যুক্ত হলো নতুন প্রযুক্তি। পূর্ব চীনের আনহুই প্রদেশের উহু শহরের একটি ব্যস্ত সড়কে শনিবার থেকে দায়িত্ব পালন শুরু করেছে ‘রোবট ট্রাফিক পুলিশ’। স্মার্ট এই রোবটটি মানব ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে যান চলাচল নিয়ন্ত্রণ ও সড়ক শৃঙ্খলা রক্ষার কাজে অংশ নিচ্ছে।

পুলিশি পোশাক পরিহিত রোবটটির বুকে ট্রাফিক পুলিশের লোগো ও পরিচিতিমূলক নম্বর সংযুক্ত রয়েছে। এটি একটি ছোট চলমান প্ল্যাটফর্মের ওপর স্থাপিত, যা স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট অবস্থানে পৌঁছাতে পারে। প্ল্যাটফর্ম ঘুরিয়ে চারদিকের যান চলাচলের ওপর নজর রেখে রোবটটি ট্রাফিক নির্দেশনা প্রদান করছে।

প্রযুক্তিগতভাবে রোবটটি চারটি প্রধান কাজে প্রশিক্ষিত। এর মধ্যে রয়েছে ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা তৈরি, মোড়ে যান চলাচল সমন্বয়, ট্রাফিক নিয়ম লঙ্ঘন শনাক্ত করে সতর্কবার্তা প্রদান এবং আইন ভাঙার প্রমাণ স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা। ট্রাফিক লাইট ও কেন্দ্রীয় ব্যবস্থাপনা সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকায় ব্যস্ত সময়গুলোতে এটি পুনরাবৃত্তিমূলক কাজগুলো দ্রুত সম্পন্ন করতে সক্ষম।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য মানব পুলিশের কাজের চাপ কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করা। পরীক্ষামূলক এই কার্যক্রম সফল হলে ভবিষ্যতে চীনের অন্যান্য শহরেও রোবট ট্রাফিক পুলিশের ব্যবহার বাড়ানো হতে পারে।

প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার এমন ব্যবহার আধুনিক নগর ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দিক উন্মোচন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রশ্নবিদ্ধ ভোটের ইতিহাস: ২০১৮ সালের নির্বাচন কীভাবে হলো

প্রশ্নবিদ্ধ ভোটের ইতিহাস: ২০১৮ সালের নির্বাচন কীভাবে হলো