বড়দিনে ধর্মীয় সম্প্রীতির বার্তা: খ্রিস্টান নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বড়দিনে ধর্মীয় সম্প্রীতির বার্তা: খ্রিস্টান নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 25, 2025 ইং
বড়দিনে ধর্মীয় সম্প্রীতির বার্তা: খ্রিস্টান নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় ছবির ক্যাপশন: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধান উপদেষ্টা
ad728

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার ২৪ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খ্রিস্টান ধর্মীয় সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও এবং জাতীয় চার্চ পরিষদের সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

খ্রিস্টান ধর্মীয় নেতারা তাদের বক্তব্যে বিশ্বজুড়ে প্রফেসর মুহাম্মদ ইউনূসের ভাবমূর্তি ও দেশের অর্থনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি উন্নয়নে তার ভূমিকার কথা উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে।

আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ যিশু খ্রিস্টকে সার্বজনীন মানবতার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, ক্ষমা, ভালোবাসা ও মানবসেবার আদর্শকে সামনে রেখেই বড়দিন উদযাপন করা হয়। তিনি প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশকে নতুনভাবে গড়ে তুলতে জনগণ তার ওপর যে আস্থা রেখেছে, তিনি নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন।

প্রধান উপদেষ্টা উপস্থিত সবাইকে বড়দিন ও আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্মীয় নেতারাই সমাজের প্রকৃত প্রতিবিম্ব। তাদের কার্যক্রম দেখেই সমাজের অবস্থা বোঝা যায়। তিনি একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করে জানান, গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে, যা গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে বাস্তবায়নের পথে এগোবে।

তিনি আরও বলেন, আসন্ন সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে এবং জনগণের রায়ের ভিত্তিতেই ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা বড়দিন উপলক্ষে ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। তারা জানান, দেশব্যাপী প্রায় ৮০০টি চার্চের মধ্যে পর্যায়ক্রমে এ অনুদান বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানের শেষ পর্বে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধান উপদেষ্টা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্যারিবীয় অঞ্চলে আরও একটি তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ

ক্যারিবীয় অঞ্চলে আরও একটি তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ