ভ্যাট সেবায় নাম পরিবর্তন: আইভাস থেকে ই-ভ্যাট The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভ্যাট সেবায় নাম পরিবর্তন: আইভাস থেকে ই-ভ্যাট

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
ভ্যাট সেবায় নাম পরিবর্তন: আইভাস থেকে ই-ভ্যাট ছবির ক্যাপশন: জাতীয় রাজস্ব বোর্ডের কার্যালয়—ভ্যাট অনলাইন ব্যবস্থার নাম পরিবর্তনের সিদ্ধান্ত।
ad728

ভ্যাট–সংক্রান্ত সব অনলাইন কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত আইভাস (iVAS) সিস্টেমের নাম পরিবর্তন করে ‘ই-ভ্যাট সিস্টেম’ করা হয়েছে। সরকারি হিসাব ব্যবস্থাপনার সফটওয়্যার আইবাস (iBAS++)–এর সঙ্গে নামের উচ্চারণে মিল থাকায় দীর্ঘদিন ধরে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। এই সমস্যা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এনবিআরের এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে আইভাস সিস্টেমের আওতায় পরিচালিত সব ভ্যাট–সংক্রান্ত অনলাইন কার্যক্রম এখন থেকে ‘ই-ভ্যাট সিস্টেম’ নামেই পরিচালিত হবে।

ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে অনলাইনভিত্তিক ভ্যাট নিবন্ধন, ভ্যাট রিটার্ন দাখিল, চালান ইস্যু, ই-পেমেন্টসহ ভ্যাট সংশ্লিষ্ট বিভিন্ন সেবা গ্রহণ করা যাবে। পাশাপাশি এই সিস্টেমকে আরও ব্যবহারবান্ধব ও কার্যকর করতে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উৎপাদন খরচ বাড়ছে, দুর্বল হচ্ছে যুক্তরাষ্ট্রের শিল্প খাত

উৎপাদন খরচ বাড়ছে, দুর্বল হচ্ছে যুক্তরাষ্ট্রের শিল্প খাত