৪ দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে অব্যাহতি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৪ দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে অব্যাহতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
৪ দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে অব্যাহতি ছবির ক্যাপশন:
ad728

বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে দায়িত্ব পালনরত চার কর্মকর্তাকে অবিলম্বে কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসানকে অব্যাহতির নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে ২০২৫ সালের ১৭ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে একই বছরের ১৩ এপ্রিল জারি করা আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে আগের আদেশ বাতিল করা হয় এবং সংশ্লিষ্ট মিশনগুলোতে নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে এসব কূটনৈতিক মিশনে নতুন প্রেস কর্মকর্তাদের নিয়োগ সম্পন্ন হয়েছে এবং তাদের অনুকূলে প্রয়োজনীয় আর্থিক সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। ফলে বর্তমান প্রেক্ষাপটে আগের কর্মকর্তাদের আর দায়িত্বে রাখার প্রয়োজন নেই।

সর্বশেষ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট চার কর্মকর্তাকে আবশ্যিকভাবে অবিলম্বে তাদের কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে প্রত্যাবর্তন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

সরকারি সূত্রগুলো বলছে, এটি প্রশাসনিক স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে এবং নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে মিশনগুলোর প্রেস উইংয়ের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্য রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্বকে কড়া শর্তে চাপ দিচ্ছে ট্রাম

ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্বকে কড়া শর্তে চাপ দিচ্ছে ট্রাম