চাকরিতে প্রবেশে ৩২ বছরের সীমাবদ্ধতা কাটল, ফিরল বিশেষ বয়স সুবিধা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাকরিতে প্রবেশে ৩২ বছরের সীমাবদ্ধতা কাটল, ফিরল বিশেষ বয়স সুবিধা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 23, 2025 ইং
চাকরিতে প্রবেশে ৩২ বছরের সীমাবদ্ধতা কাটল, ফিরল বিশেষ বয়স সুবিধা ছবির ক্যাপশন:
ad728

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ৩২ বছরের বেশি বয়সসীমা সংক্রান্ত জটিলতার অবসান ঘটেছে। এ লক্ষ্যে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার।

সোমবার রাষ্ট্রপতির অনুমোদনে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। এর মাধ্যমে পূর্বে জারি করা বয়সসীমা সংক্রান্ত অধ্যাদেশের কারণে সৃষ্টি হওয়া বাস্তব সমস্যার সমাধান করা হলো।

এর আগে গত বছরের ১৮ নভেম্বর সরকার সব পর্যায়ের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে একটি অধ্যাদেশ জারি করে। ফলে মুক্তিযোদ্ধাদের সন্তান, চিকিৎসক, প্রতিবন্ধী ব্যক্তি এবং বিভিন্ন কারিগরি ও বিশেষায়িত পদের জন্য বিদ্যমান বাড়তি বয়সসুবিধা কার্যত বাতিল হয়ে যায়। এমনকি কিছু দপ্তরের নিয়োগ বিধিমালায় যেখানে বয়সসীমা ৩২ বছরের বেশি ছিল, সেসব ক্ষেত্রেও অসামঞ্জস্য তৈরি হয়।

এই পরিস্থিতিতে বিভিন্ন সরকারি দপ্তর-সংস্থা ও চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আপত্তি ও প্রস্তাব উত্থাপিত হয়। এর পরিপ্রেক্ষিতেই সরকার সংশোধনী অধ্যাদেশ জারির উদ্যোগ নেয়।

সংশোধিত অধ্যাদেশে ৩(ক) নামে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে। ‘চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সম্পর্কিত অন্যান্য বিধানের কার্যকারিতা’ শীর্ষক এই ধারায় বলা হয়েছে—ধারা ৩-এ ভিন্ন কিছু থাকলেও যেসব সরকারি বা স্ব-শাসিত সংস্থার নিজস্ব নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের বেশি নির্ধারিত রয়েছে, সেসব ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমাই বহাল থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘সরকারি অফিসের কম্পিউটার পারসোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯’-এ বিভিন্ন পদের জন্য বয়সসীমা ৩৫ থেকে ৪৫ বছর পর্যন্ত নির্ধারিত রয়েছে। পরিচালক, মহাব্যবস্থাপক, উপ-পরিচালক ও উপ-মহাব্যবস্থাপক পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪৫ বছর। একইভাবে সিস্টেম এনালিস্ট, সিনিয়র প্রোগ্রামার, অপারেশন ম্যানেজারসহ একাধিক পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা নির্ধারিত আছে।

গত বছরের অধ্যাদেশের ফলে এসব সুবিধা বাতিল হয়ে গেলেও সংশোধনী অধ্যাদেশ জারির মাধ্যমে আবারও সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার বয়সসীমা কার্যকর থাকছে। এতে বিশেষায়িত ও কারিগরি পদের চাকরিপ্রার্থীরা নতুন করে সুযোগ পাবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল আজ

খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল আজ