নিরপেক্ষ নির্বাচনে জামায়াত জিততে পারবে না: হর্ষবর্ধন শ্রিংলা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নিরপেক্ষ নির্বাচনে জামায়াত জিততে পারবে না: হর্ষবর্ধন শ্রিংলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
নিরপেক্ষ নির্বাচনে জামায়াত জিততে পারবে না: হর্ষবর্ধন শ্রিংলা ছবির ক্যাপশন: পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
ad728

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি ছাড়া জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার এবং দেশটির বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জামায়াতে ইসলামী অতীতেও জয়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইন–এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, জামায়াতে ইসলামী কখনোই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে জয়ী হতে পারেনি। অতীতে দলটি সর্বোচ্চ পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি বলে দাবি করেন তিনি। তার ভাষায়, বাংলাদেশে জামায়াতের উল্লেখযোগ্য জনসমর্থন নেই।

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের অবস্থান তুলে ধরে শ্রিংলা বলেন, ভারত সবসময়ই বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, যেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। তবে বর্তমানে সেই ধরনের পরিবেশ তিনি দেখছেন না বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি না—তা নিয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন শ্রিংলা। তিনি বলেন, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। নির্বাচন হলেও সেটি কোন পরিবেশে হবে, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশ থেকে লোকজন ভারতে প্রবেশ করছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের অনুমতি দেওয়া হচ্ছে। এই অনুপ্রবেশ একটি সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই চর্চা বন্ধ হওয়া প্রয়োজন। পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থেই এ ধরনের অনুপ্রবেশ রোধ করা জরুরি বলে মত দেন ভারতের সাবেক এই কূটনীতিক।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন মুখ্য সমন্বয়কারী

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন মুখ্য সমন্বয়কারী