কারাগারে নির্যাতনের অভিযোগ জুলাইযোদ্ধা সুরভীর, তদন্ত কর্মকর্তাকে শোকজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কারাগারে নির্যাতনের অভিযোগ জুলাইযোদ্ধা সুরভীর, তদন্ত কর্মকর্তাকে শোকজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 7, 2026 ইং
কারাগারে নির্যাতনের অভিযোগ জুলাইযোদ্ধা সুরভীর, তদন্ত কর্মকর্তাকে শোকজ ছবির ক্যাপশন:
ad728

কারাগারে আটক অবস্থায় অন্য বন্দিদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার রাতে তার সঙ্গে দেখা করতে গেলে সুরভী এই অভিযোগ তুলে ধরেন।

সুরভীর ভাষ্য অনুযায়ী, কারাগারে তার ওপর ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। তিনি বলেন, “কারাগারে ‘আওয়ামী লীগের রাজত্ব’। আমি ১১ দিন ছিলাম। আমার পিঠ ও মাথা ফুলে গিয়েছিল। আম্মুকে দেখিয়েছি। একটি ওয়ার্ডে ১২ জনের মধ্যে ১১ জনই আওয়ামী লীগের নেতাকর্মী ছিল।”

তিনি আরও বলেন, “আমি যদি ভিডিও করে রাখতে পারতাম, তাহলে সবাই বুঝত। গুলি বা হাতুড়ি দিয়ে মারেনি ঠিকই, কিন্তু যে পরিমাণ টর্চার হয়েছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।”

মামলার বিচারিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন সুরভী। তার অভিযোগ, আদালতে বিচারক যখন তদন্ত কর্মকর্তার কাছে জানতে চান—এজাহার ছাড়া আর কোনো প্রমাণ আছে কি না, তখন তদন্ত কর্মকর্তা জানান, কোনো অতিরিক্ত প্রমাণ নেই। এরপরও তার রিমান্ড মঞ্জুর করা হয়। “আমি ভেবেছিলাম জামিন পাব না। কারণ, আমার শারীরিক অবস্থাও ভালো ছিল না। ঘটনার আগের দিনই হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলাম,”—বলেন তিনি।

পরে রিভিশন শুনানির মাধ্যমে জামিন পাওয়ায় সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানান সুরভী।

জুলাই বিপ্লবের আরেক যোদ্ধা তারেক রেজা দাবি করেন, এই মামলার পেছনে ব্যক্তিগত প্রতিহিংসা কাজ করেছে। তিনি বলেন, মামলার বাদী সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি ছবি ব্যবহার করে নিজেকে তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিতেন। এই প্রভাব খাটিয়ে তিনি সুরভীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।

তারেক রেজার দাবি অনুযায়ী, দুর্জয় একসময় সুরভীকে অনৈতিক প্রস্তাব দেন এবং কক্সবাজারে ভ্রমণের আমন্ত্রণ জানান। সুরভী তা প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান। এতে দুর্জয়ের ব্যক্তিগত ক্ষোভ তৈরি হয়। পরবর্তীতে গাজীপুরে একটি কর্মসূচিতে সুরভী তাকে দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

এই ঘটনার পর বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ দুর্জয়কে চাকরিচ্যুত করে। পরে তিনি চলতি মাসে কালবেলা পত্রিকায় যোগ দেন। তারেক রেজার অভিযোগ, এসব ঘটনার প্রতিশোধ হিসেবেই সুরভীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সকাল থেকে টঙ্গীতে সুরভীর বাসায় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের ভিড় দেখা যায়। তবে সুরভী কারও সঙ্গে কথা বলেননি। বাসা থেকে জানানো হয়, তিনি বাসায় নেই। বাসায় কেবল তার মা ও ছোট বোনকে দেখা যায়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তদন্ত কর্মকর্তা মো. ওমর ফারুককে বিভাগীয় প্রক্রিয়ায় শোকজ করা হয়েছে।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারাগারে বন্দিদের নিরাপত্তা, মামলার স্বচ্ছতা এবং ক্ষমতার অপব্যবহার—সব মিলিয়ে বিষয়টি নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থাকে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা

তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা