প্রতিষ্ঠালগ্ন হতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২১/০১/২০২৬ তারিখ সকাল ০৭.১৫ ঘটিকায় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ৬নং কাশিপুর ইউপির ১নং ওয়ার্ডস্থ অনন্তপুর আবাসনের জনৈকা রেহেনা এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ০৪ টি ( প্রত্যেকটির ওজন ৪.৫ কেজি করে) প্লাস্টিকের বস্তায় সর্বমোট ১৮ কেজি গাঁজা যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা এবং ০২ বোতল ফেন্সিডিল জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী ১। নুর ইসলাম (৪০), পিতা-মৃত খয়বার আলী এবং ২। রেহেনা @ মঞ্জি (৩৮), স্বামী-মৃত সাখাওয়াত, পিতা-মৃত মকবুল হোসেন, উভয় সাং-অনন্ত পুর আবাসন, ১নং ওয়ার্ড কাশিপুর ইউপি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম'দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিদ্বয় অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামিদ্বয় অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিদ্বয় ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।