দক্ষিণ স্পেনের ভয়াবহ দুর্ঘটনার পর এবার কাতালোনিয়ায় ট্রেন দুর্ঘটনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দক্ষিণ স্পেনের ভয়াবহ দুর্ঘটনার পর এবার কাতালোনিয়ায় ট্রেন দুর্ঘটনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
দক্ষিণ স্পেনের ভয়াবহ দুর্ঘটনার পর এবার কাতালোনিয়ায় ট্রেন দুর্ঘটনা ছবির ক্যাপশন:
ad728

আগের ট্রেন দুর্ঘটনার শোক কাটতে না কাটতেই আবারও রেল দুর্ঘটনার মুখে পড়েছে স্পেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের কাতালোনিয়া অঞ্চলে, বার্সেলোনার উপকণ্ঠে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে জরুরি পরিষেবা বিভাগ।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২০ জানুয়ারি) বার্সেলোনা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে গেলিদা পৌরসভায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয় এবং আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

এই দুর্ঘটনার মাত্র দুই দিন আগেই স্পেনের দক্ষিণাঞ্চলের আদামুজ এলাকায় আরেকটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪২ জন নিহত হন। ওই দুর্ঘটনায় নিহতদের স্মরণে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের প্রস্তুতি চলছিল। এর মধ্যেই নতুন করে আরেকটি ট্রেন দুর্ঘটনার ঘটনায় দেশটিতে উদ্বেগ ও শোক আরও গভীর হয়েছে।

এর আগে গত রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী একটি যাত্রীবাহী ট্রেনের শেষাংশ লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথম ট্রেনটিতে ২৮৯ জন এবং দ্বিতীয় ট্রেনটিতে ১৮৪ জন যাত্রী ছিলেন।

সংঘর্ষের ফলে দ্বিতীয় ট্রেনটির সামনের দুটি বগি লাইনচ্যুত হয়ে প্রায় চার মিটার নিচে ঢাল বেয়ে নেমে যায়। আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনো জানান, দুর্ঘটনাস্থল থেকে কয়েকশ মিটার দূরেও মরদেহ পাওয়া গেছে, যা দুর্ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট করে।

টানা ট্রেন দুর্ঘটনার ঘটনায় স্পেনে রেল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামুকার যাচাইয়ে বড় রদবদল: ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলে

জামুকার যাচাইয়ে বড় রদবদল: ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলে