সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ ছবির ক্যাপশন:
ad728

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নারী বিভাগে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ইনডোর স্টেডিয়াম হুয়ামার্কে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়ে শক্তির জানান দিয়েছে লাল-সবুজের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসাল খেলতে থাকে বাংলাদেশ। দ্রুত পাসিং ও সংগঠিত আক্রমণের ফলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি। অধিনায়ক সাবিনা খাতুন ছিলেন জয়ের প্রধান কারিগর। তার করা জোড়া গোলে বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দুটি গোলের ক্ষেত্রেই নিখুঁত অ্যাসিস্ট করেন কৃষ্ণা রাণী সরকার।

ফুটসালে আক্রমণ ও রক্ষণ একসঙ্গে সামলানো জরুরি। সেই কাজটি দক্ষতার সঙ্গে করেছেন সাবিনা খাতুন। গোল করার পাশাপাশি রক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দুইবারের সাফজয়ী এই অধিনায়কের অভিজ্ঞতা পুরো ম্যাচজুড়ে বাংলাদেশের খেলায় আত্মবিশ্বাস যোগায়। ম্যাচের ধারাভাষ্যেও সাবিনার নেতৃত্ব, অভিজ্ঞতা ও ক্যারিয়ার নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়।

দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়া ভারত ম্যাচে ফেরার চেষ্টা করে। একাধিক আক্রমণ সামাল দিতে ব্যস্ত থাকতে হয় বাংলাদেশের গোলরক্ষকদের। গোলরক্ষক ঝিলিক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন। ভারতের চাপের মধ্যেও বাংলাদেশ আক্রমণে ধার কমায়নি।

এরই ফল হিসেবে কাউন্টার অ্যাটাক থেকে আসে বাংলাদেশের তৃতীয় গোল। মাসুরা পারভীনের পাস থেকে সুমাইয়া মাতসুসিমা নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন। এই গোল কার্যত ম্যাচ থেকে ভারতের ফেরার সম্ভাবনা শেষ করে দেয়।

ম্যাচের শেষদিকে ভারতের আক্রমণ আরও বাড়ে। সে সময় গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি দুর্দান্ত দৃঢ়তা দেখান। একের পর এক আক্রমণ দক্ষ হাতে সামাল দেন তিনি। তবে শেষ দিকে ভারতের আরিয়া মোরে একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি ভারত।

উল্লেখযোগ্য বিষয় হলো, সাবিনা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, মাসুরা পারভীন ও সুমাইয়া মাতসুসিমা—এই চার ফুটবলারকে জাতীয় নারী ফুটবল দলে ডাকেননি ব্রিটিশ কোচ পিটার বাটলার। স্ট্যান্ডার্ড ফুটবলে সুযোগ না পেয়ে তারা ফুটসালে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। সাবিনা ও সুমাইয়ার দেশের বাইরে ফুটসাল লিগে খেলার অভিজ্ঞতাও এই ম্যাচে স্পষ্টভাবে ফুটে উঠেছে।

বাংলাদেশ ও ভারতের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সাম্প্রতিক ক্রীড়াঙ্গনের নানা ইস্যুর মধ্যেও থাইল্যান্ডে নারী ও পুরুষ ফুটসালে টানা দুই দিনে দুই দলের লড়াই অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার ছাপ পড়েনি, যা ক্রীড়াসুলভ পরিবেশের ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শহীদ হাদির বিচার দাবিতে উত্তাল রাজপথ, রাজধানীসহ দেশের বিভিন্

শহীদ হাদির বিচার দাবিতে উত্তাল রাজপথ, রাজধানীসহ দেশের বিভিন্