পাকিস্তান থেকে প্রায় ১০ লাখ আফগান নাগরিক প্রত্যাবাসন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাকিস্তান থেকে প্রায় ১০ লাখ আফগান নাগরিক প্রত্যাবাসন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
পাকিস্তান থেকে প্রায় ১০ লাখ আফগান নাগরিক প্রত্যাবাসন ছবির ক্যাপশন:
ad728

পাকিস্তানে বসবাসকারী আফগান নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশ হয়ে এ পর্যন্ত মোট ৯ লাখ ৮৮ হাজার ৮১২ জন আফগান নাগরিককে আফগানিস্তানে প্রত্যাবাসন করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্র ও উপজাতি বিষয়ক বিভাগ।

বৃহস্পতিবার দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়, প্রত্যাবাসিতদের মধ্যে দুই লাখ ৩০ হাজার ৪৭০ জন প্রুফ অব রেজিস্ট্রেশন (পিওআর) কার্ডধারী, ৭১ হাজার ৫৭০ জন আফগান সিটিজেন কার্ডধারী এবং ছয় লাখ ৮৬ হাজার ৭৭২ জন অননুমোদিত আফগান নাগরিক রয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, শুধু আগের দিন বুধবার তোরখাম সীমান্ত দিয়ে দুই হাজার ৩১২ জন আফগান নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়। এদের মধ্যে এক হাজার ৫২২ জন পিওআর কার্ডধারী, ২৭৭ জন আফগান সিটিজেন কার্ডধারী এবং ৫১৩ জন অননুমোদিত অবস্থানকারী ছিলেন।

পাকিস্তানি কর্মকর্তারা জানান, প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সীমান্ত এলাকায় সাম্প্রতিক উত্তেজনা ও সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই আফগান নাগরিকদের প্রত্যাবাসন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই প্রক্রিয়ার আওতায় বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে নিয়মিতভাবে আফগান নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে।

সরকারি সূত্রগুলোর মতে, নিরাপত্তা পরিস্থিতি, অভিবাসন ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ চাপ বিবেচনায় নিয়ে পাকিস্তান কর্তৃপক্ষ এই প্রত্যাবাসন কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে মানবাধিকার সংস্থাগুলো এ প্রক্রিয়া মানবিক ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালনার আহ্বান জানিয়ে আসছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শুক্রবার স্বর্ণের দামে নতুন রেকর্ড, ঊর্ধ্বমুখী রুপা ও প্লাটি

শুক্রবার স্বর্ণের দামে নতুন রেকর্ড, ঊর্ধ্বমুখী রুপা ও প্লাটি