ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ইস্কাপ উদ্ধার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ইস্কাপ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ইস্কাপ উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদক পাচার রোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। সীমান্ত এলাকায় চালানো দুটি পৃথক বিশেষ অভিযানে ১২১ বোতল ফেন্সিডিল ও ২৪৪ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।

রোববার (৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে ১৫ বিজিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা।

বিজিবির তথ্য অনুযায়ী, রোববার ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপির আওতাধীন পশ্চিম রামখানা এলাকায় প্রথম অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় টহলরত বিজিবি সদস্যরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে চোরাকারবারীদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ৯৬ বোতল ইস্কাপ সিরাপ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।

এর আগে গত ২ জানুয়ারি রাতে ফুলবাড়ী উপজেলার বালারহাট বিওপির আওতাধীন বালাতারী এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালায় বিজিবি। ওই অভিযানে ধাওয়া খেয়ে চোরাকারবারীরা ১২১ বোতল ফেন্সিডিল ও ১৪৮ বোতল ইস্কাপ সিরাপ ফেলে রেখে পালিয়ে যায়। পরে এসব মাদক জব্দ করে বিজিবি।

১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে কোনো ধরনের আপস করা হবে না। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত পাচারকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

সীমান্ত এলাকায় বিজিবির টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদীচীর কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুরের পর আগুন নিয়ন্ত্রণে ফায়

উদীচীর কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুরের পর আগুন নিয়ন্ত্রণে ফায়