ভোটকেন্দ্রের নিরাপত্তায় সারা দেশে দায়িত্বে থাকবেন সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোটকেন্দ্রের নিরাপত্তায় সারা দেশে দায়িত্বে থাকবেন সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
ভোটকেন্দ্রের নিরাপত্তায় সারা দেশে দায়িত্বে থাকবেন সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য ছবির ক্যাপশন:
ad728

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ জানুয়ারি) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে নবনিযুক্ত উপজেলা প্রশিক্ষক এবং রিক্রুট সিপাহিদের (পুরুষ) মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারা দেশে মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। সে হিসাবে মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন। প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থায় তিনজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবেন, যাদের মধ্যে একজন সার্বক্ষণিকভাবে প্রিসাইডিং অফিসারের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ছয়জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং চারজন অস্ত্রবিহীন নারী সদস্য দায়িত্বে থাকবেন বলে জানান তিনি। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন টিম মোতায়েন করা হবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে গত বছরের আগস্ট মাস থেকেই সমন্বিত প্রস্তুতি গ্রহণ করেছে আনসার ও ভিডিপি বাহিনী। নতুন নীতিমালা অনুযায়ী ইতোমধ্যে ২ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য এবং ৩ হাজারেরও বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বাহিনীর সদস্যদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়। তারা জনগণের করের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। কোনো ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করলে তা রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করবে বলে তিনি সতর্ক করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে শুধু বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।

অনুষ্ঠানে আনসার ও ভিডিপি বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ স্বরাষ্ট্র উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। কুচকাওয়াজ শেষে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজন প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে আনসার সদস্যরা তাদের শারীরিক সক্ষমতা, উদ্ধার ও কৌশলগত তৎপরতার বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন। এ সময় গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, সফিপুর আনসার একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট নুরুল আফছার, পুলিশ সুপার শরিফ উদ্দীনসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপি পদপ্রার্থীদের জন্য সীমিত সময়ের আগ্নেয়াস্ত্র লাইসেন্স অন

এমপি পদপ্রার্থীদের জন্য সীমিত সময়ের আগ্নেয়াস্ত্র লাইসেন্স অন