পুরস্কার ঘোষণা করেও অস্ত্র উদ্ধারে ব্যর্থ পুলিশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পুরস্কার ঘোষণা করেও অস্ত্র উদ্ধারে ব্যর্থ পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 17, 2026 ইং
পুরস্কার ঘোষণা করেও অস্ত্র উদ্ধারে ব্যর্থ পুলিশ ছবির ক্যাপশন:
ad728

চব্বিশের গণ–অভ্যুত্থান আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে পুলিশ ব্যাপক আক্রমণের শিকার হয়। একাধিক থানা ও পুলিশ স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কোথাও কোথাও পুলিশ সদস্যদের নিরাপত্তায় আনসার সদস্যরা পাহারা দেন। এতে পুলিশের মনোবল ভেঙে পড়ে এবং প্রাথমিকভাবে কত অস্ত্র লুট হয়েছে, সে বিষয়টি নিরূপণ করতেও হিমশিম খেতে হয় বাহিনীকে।

পরবর্তীতে হিসাব করে দেখা যায়, ওই সময় পুলিশের অন্তত ৫ হাজার ৭৫৩টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৮৩২টি গোলাবারুদ লুট হয়। এ ছাড়া গণভবন এলাকা থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩২টি অস্ত্রও খোয়া যায়। অভিযানের মাধ্যমে এর বড় একটি অংশ উদ্ধার হলেও ১৭ মাস পেরিয়ে গেলেও এখনো বেহাত রয়েছে ১ হাজার ৩৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২ লাখ ৫৭ হাজার ১৮৯টি গুলি।

বেহাত থাকা অস্ত্রের মধ্যে রয়েছে রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল, শটগান, গ্যাসগান, কাঁদানে গ্যাস লঞ্চার ও শেল, সাউন্ড গ্রেনেড এবং বিভিন্ন বোরের গুলি। এসব অস্ত্র উদ্ধারে ‘অপারেশন ডেভিল হান্ট’সহ একাধিক অভিযান চালানো হয়েছে। বর্তমানে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপ চললেও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না।

লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে এ পর্যন্ত তিনবার পুরস্কার ঘোষণা করেছে সরকার ও পুলিশ সদর দপ্তর। গত ১০ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী প্রথম দফায় পুরস্কার ঘোষণার সময় জানান, সে সময় বেহাত ছিল ১ হাজার ৩৭৫টি আগ্নেয়াস্ত্র ও ২ লাখ ৫৭ হাজার ৮৪৯টি গোলাবারুদ। পরে ৬ নভেম্বর পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিস্তল ও শটগানের জন্য ৫০ হাজার টাকা, চায়না রাইফেলের জন্য ১ লাখ টাকা, এসএমজির জন্য দেড় লাখ টাকা, এলএমজির জন্য ৫ লাখ টাকা এবং প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। সন্ধানদাতার পরিচয় গোপন রাখার কথাও জানানো হয়। সম্প্রতি আবারও পুরস্কারের ঘোষণা দেওয়া হলেও এখনো তেমন সাড়া মেলেনি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অস্ত্র উদ্ধারের বিষয়ে পুলিশের প্রচার–প্রচারণা খুব একটা চোখে পড়ছে না। বরং যেসব গণমাধ্যমের প্রচার সীমিত, সেগুলোতে বিজ্ঞাপন দিয়ে পুরস্কারের খবর প্রচার করা হচ্ছে—যা নিয়েও প্রশ্ন উঠেছে।

নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, লুট হওয়া এসব অস্ত্র ইতোমধ্যে অপরাধী চক্রের হাতে চলে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এসব অস্ত্র ব্যবহারের ঝুঁকিও তৈরি হয়েছে বলে মনে করছেন তাঁরা।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘লুণ্ঠিত অস্ত্রের মধ্যে কিছু কিছু মাঝে মাঝে উদ্ধার হচ্ছে। তবে যতটা প্রত্যাশা করা হচ্ছে, তেমন অগ্রগতি হয়নি। অনেক অস্ত্র লং ব্যারেল হওয়ায় সেগুলো বহন বা ব্যবহার করা সহজ নয়।’ তিনি আরও বলেন, পুরস্কার ঘোষণা করলেই সঙ্গে সঙ্গে অস্ত্র উদ্ধার হয়ে যাবে—এমনটি নয়। এ ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে সোর্স মেইনটেইন করতে হয়।

তবে পুলিশের ভেতরেও অভিযোগ রয়েছে, অতীতে অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণার পর পূর্বে উদ্ধার করা অস্ত্রকে নতুন করে উদ্ধার দেখিয়ে পুরস্কার ও পদক নেওয়ার ঘটনাও ঘটেছে। ফলে প্রকৃত অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল আসছে কি না—সে প্রশ্ন থেকেই যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচনে পক্ষপাতের অভিযোগ তুলে গণসংযোগে বিএনপি নেতা মির্জা

নির্বাচনে পক্ষপাতের অভিযোগ তুলে গণসংযোগে বিএনপি নেতা মির্জা