তিতাসের এলাকায় ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তিতাসের এলাকায় ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
তিতাসের এলাকায় ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ ছবির ক্যাপশন:
ad728

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় আগামী দুই দিন তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। শুক্রবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। এর প্রভাবে শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগে স্বল্পচাপ বিরাজ করবে।

এই সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব ধরনের গ্রাহকই গ্যাসের চাপ কম পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে রান্না ও শিল্পকারখানার কাজে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িক এই অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রাহকদের এ সময়ে প্রয়োজন অনুযায়ী গ্যাস ব্যবহারে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রার্থিতা ফিরে পেলেন ৪১৭ জন, মোট বৈধ প্রার্থী দাঁড়াল ২২৫৩

প্রার্থিতা ফিরে পেলেন ৪১৭ জন, মোট বৈধ প্রার্থী দাঁড়াল ২২৫৩