মাদক গ্যাং দমনের নামে মেক্সিকোতে সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাদক গ্যাং দমনের নামে মেক্সিকোতে সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 11, 2026 ইং
মাদক গ্যাং দমনের নামে মেক্সিকোতে সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের ছবির ক্যাপশন:
ad728

মেক্সিকোর মাদক পাচারকারী গ্যাংগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মাদক ও অবৈধ অভিবাসন প্রবাহের জন্য মেক্সিকোর অপরাধী চক্রগুলোকে দায়ী করে তিনি বলেছেন, এখন এসব গ্যাংয়ের বিরুদ্ধে স্থল অভিযানের সময় এসে গেছে।

গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, বছরের পর বছর ধরে মেক্সিকোর অপরাধী গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অভিবাসী পাচার করছে। তাঁর ভাষায়, গত কয়েক মাসে সাগরপথে পরিচালিত অভিযানের মাধ্যমে প্রায় ৯৭ শতাংশ মাদক পাচার ঠেকানো সম্ভব হয়েছে। এ অবস্থায় তিনি বলেন, শিগগিরই মেক্সিকোতে স্থল অভিযান শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ট্রাম্প আরও মন্তব্য করেন, মাদক গ্যাংগুলো কার্যত মেক্সিকো নিয়ন্ত্রণ করছে এবং দেশটির বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ক্যারিবিয়ান সাগরে মেক্সিকান মাদক পাচারকারী গ্যাংগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, ওই অভিযানে এখন পর্যন্ত ১১৫ জন নিহত হয়েছেন এবং ৩৫টি নৌযান ধ্বংস করা হয়েছে। নিহত ব্যক্তি ও ধ্বংস হওয়া নৌযানগুলো মেক্সিকোর মাদক গ্যাংগুলোর সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করা হয়।

লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এর আগেও আলোচনার জন্ম দিয়েছে। গত ৩ ডিসেম্বর গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ‘অপারেশন অ্যাবসোলিউট ডিজলভ’ নামে একটি সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। অভিযানের সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর একাধিক সদস্য নিহত হন। বর্তমানে মাদুরো দম্পতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন এবং তাঁদের বিরুদ্ধে মাদক সন্ত্রাস, মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে বিচার প্রক্রিয়া চলার কথা রয়েছে।

মাদুরোকে আটক করার পরের দিনই ট্রাম্প কলম্বিয়া, মেক্সিকো ও কিউবার বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে মেক্সিকোতে সামরিক অভিযানের বিষয়ে ট্রাম্পের এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। শুক্রবার মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাঁর অনুমোদন ছাড়া মেক্সিকোর ভূখণ্ডে কোনো সামরিক অভিযান পরিচালিত হবে না।

শিনবাউম আরও বলেন, মেক্সিকো সহযোগিতায় বিশ্বাসী, তবে কোনো ধরনের অধীনতা বা আগ্রাসন মেনে নেবে না। ওয়াশিংটনের কাছে আবারও এই অবস্থান স্পষ্ট করে তুলে ধরার কথা জানান তিনি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সামরিক অভিযানের ইঙ্গিত এবং মেক্সিকোর কঠোর প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র–মেক্সিকো সম্পর্ককে নতুন করে উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভোটকেন্দ্র নিরাপত্তায় সারা দেশে মোতায়েন সাড়ে ৫ লাখ আনসার-ভিড

ভোটকেন্দ্র নিরাপত্তায় সারা দেশে মোতায়েন সাড়ে ৫ লাখ আনসার-ভিড