রংপুরের পীরগাছায় জালনোট চক্রের মূলহোতা গ্রেফতার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রংপুরের পীরগাছায় জালনোট চক্রের মূলহোতা গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2026 ইং
রংপুরের পীরগাছায় জালনোট চক্রের মূলহোতা গ্রেফতার ছবির ক্যাপশন:
ad728

রংপুর জেলার পীরগাছা উপজেলায় জালনোট তৈরির একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে মূলহোতাসহ বিপুল পরিমাণ জালনোট ও সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৮ জানুয়ারি) গভীর রাতে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্র জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাব দেশের মারাত্মক সব অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জালনোট দেশের সার্বিক অর্থনীতিতে মারাত্মক ক্ষতি সাধন করায় এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতায় সম্প্রতি রংপুর অঞ্চলে জালনোট তৈরি ও সরবরাহের তথ্য পাওয়া যায়। এর ধারাবাহিকতায় শনিবার রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে র‌্যাব-১৩ সদর কোম্পানি, রংপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানাধীন তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর দক্ষিণকানি গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়।

অভিযানে জালনোট তৈরির মূলহোতা মো. মানিক মিয়া (২৮)–কে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মো. শামসুল হকের ছেলে। অভিযানের সময় তার বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ জালনোট ও জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

র‌্যাব জানায়, জব্দকৃত জালনোটের মধ্যে রয়েছে ৫০০ টাকা মূল্যমানের ১৭টি এবং ৫০ টাকা মূল্যমানের ২৪০টি জাল নোট। এছাড়া বিভিন্ন মূল্যমানের নোটের একপাশে প্রিন্ট করা কাগজ, আধা-তৈরি নোট এবং ডিজিটাল ও মুদ্রণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

জব্দ করা সরঞ্জামের মধ্যে রয়েছে একটি ল্যাপটপ, কিবোর্ড, কালার প্রিন্টার, লেমিনেটিং মেশিন, ইউএসবি হাব, মাল্টিপ্লাগ, স্ক্রিন রং, কাগজ কাটার, ফয়েল পেপার, হ্যালোজেন লাইট, কাঁচের বোর্ডসহ জালনোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জালনোট তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানায়, জালনোট চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : রংপুর প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যবসায়ীদের প্রস্তাব:দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে ঢাকায় চীনা ব

ব্যবসায়ীদের প্রস্তাব:দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে ঢাকায় চীনা ব