নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা ষড়যন্ত্র প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে নির্বাচন ঘিরে গোয়েন্দা নজরদারি জোরদারের কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে। যারা নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তারা কোনোভাবেই সফল হতে পারবে না। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সর্বোচ্চ কঠোরতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোনো সময় এবং যে কোনো স্থানে প্রবেশ করে নির্বাচনবিরোধী অপতৎপরতা প্রতিরোধ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে পারবেন।
বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত প্রশিক্ষণ সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়। তিনি জানান, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে এবং মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে।