শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ফল স্থগিত ও পুনরায় পরীক্ষার দাবি এনসিপির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ফল স্থগিত ও পুনরায় পরীক্ষার দাবি এনসিপির

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম: ফল স্থগিত ও পুনরায় পরীক্ষার দাবি এনসিপির ছবির ক্যাপশন:
ad728

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে পরীক্ষা বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে দলটি।

সোমবার (১২ জানুয়ারি) এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁসসহ একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে, যা অত্যন্ত উদ্বেগজনক এবং দেশের নিয়োগ ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

এই প্রেক্ষাপটে এনসিপির চার দফা দাবি হলো—
১) প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে ওঠা সব অভিযোগের নিরপেক্ষ ও যথাযথ তদন্ত করতে হবে,
২) তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখতে হবে,
৩) প্রশ্নফাঁসের অভিযোগের ন্যূনতম সত্যতা পাওয়া গেলে পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে,
৪) প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে প্রশ্ন প্রণয়নের দায়িত্ব থেকে বাদ দিতে হবে।

এনসিপি আরও সতর্ক করে বলেছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পরও যদি মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তরের পক্ষ থেকে অবহেলা কিংবা উদাসীনতা দেখা যায়, তাহলে দলটি চাকরি পরীক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামবে এবং ন্যায্য দাবি আদায়ে মাঠে সক্রিয় ভূমিকা পালন করবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এর আগেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছিল। একের পর এক এমন অনিয়ম ও জালিয়াতি তরুণ ও মেধাবী চাকরিপ্রার্থীদের স্বপ্ন, সততা ও ভবিষ্যতের ওপর নির্মম আঘাত।

এনসিপি স্মরণ করিয়ে দেয়, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান শুরু হয়েছিল চাকরি ব্যবস্থায় বৈষম্য, অনিয়ম ও জালিয়াতির বিরুদ্ধে পরীক্ষার্থীদের প্রতিবাদের মধ্য দিয়ে। ফ্যাসিবাদী সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল— একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগব্যবস্থা নিশ্চিত করা। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর গুণগত সংস্কারের বদলে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ও বদলি বাণিজ্যে বেশি মনোযোগ দিচ্ছে, যা জাতির জন্য লজ্জাজনক এবং অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গুলিবিদ্ধ শিশু হুজাইফার স্ট্রোক, লাইফ সাপোর্টে সংকটাপন্ন অবস

গুলিবিদ্ধ শিশু হুজাইফার স্ট্রোক, লাইফ সাপোর্টে সংকটাপন্ন অবস