নেশন্স কাপ জয়: খেলোয়াড়দের অর্থ ও জমি দেওয়ার ঘোষণা সেনেগাল প্রেসিডেন্টের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নেশন্স কাপ জয়: খেলোয়াড়দের অর্থ ও জমি দেওয়ার ঘোষণা সেনেগাল প্রেসিডেন্টের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
নেশন্স কাপ জয়: খেলোয়াড়দের অর্থ ও জমি দেওয়ার ঘোষণা সেনেগাল প্রেসিডেন্টের ছবির ক্যাপশন:
ad728

আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জয়ের পর সেনেগাল জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জন্য অর্থ পুরস্কারের পাশাপাশি জমির প্লট দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রাজধানী ডাকারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী দল ‘লায়ন্স অব তেরাঙ্গা’কে স্বাগত জানাতে হাজারো সমর্থক রাস্তায় নেমে আসেন। জাতীয় দলের এই সাফল্যকে রাষ্ট্রীয় গৌরব হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট খেলোয়াড় ও সংশ্লিষ্টদের জন্য পুরস্কার ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, সেনেগাল দলের ২৮ জন খেলোয়াড় প্রত্যেকে পাবেন ৭ কোটি ৫০ লাখ সিএফএ ফ্রাঁ করে বোনাস, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৪ হাজার ৮৯২ মার্কিন ডলারের সমান। এতে খেলোয়াড়দের জন্য মোট বোনাসের পরিমাণ দাঁড়াচ্ছে ২১০ কোটি সিএফএ ফ্রাঁ বা প্রায় ৩৭ লাখ মার্কিন ডলার। এর পাশাপাশি প্রত্যেক খেলোয়াড়কে উপকূলীয় এলাকায় ১ হাজার ৫০০ বর্গমিটার আয়তনের একটি করে জমির প্লট দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

শুধু খেলোয়াড়রাই নন, সেনেগাল ফুটবল ফেডারেশনের সদস্যরাও পাচ্ছেন পুরস্কার। ফেডারেশনের সদস্যদের প্রত্যেককে দেওয়া হবে ৫ কোটি সিএফএ ফ্রাঁ করে বোনাস এবং ১ হাজার বর্গমিটার আয়তনের জমির প্লট। একই সঙ্গে মরক্কোতে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নেওয়া সেনেগাল প্রতিনিধিদলের সদস্যদের জন্যও বোনাস ঘোষণা করা হয়েছে। তারা প্রত্যেকে পাবেন ২ কোটি সিএফএ ফ্রাঁ এবং ৫০০ বর্গমিটার জমির প্লট।

প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে আরও জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও বোনাস বরাদ্দ রাখা হয়েছে। এ খাতে মোট ৩০ কোটি ৫০ লাখ সিএফএ ফ্রাঁ বোনাস দেওয়া হবে।

উল্লেখ্য, রোববার মরক্কোতে অনুষ্ঠিত আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্বাগতিক মরক্কোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে সেনেগাল। এই জয়ের মাধ্যমে চার বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আফ্রিকার সেরা ফুটবল দলের মর্যাদা অর্জন করে তারা।

সেনেগালের এই সাফল্য শুধু ক্রীড়াঙ্গনেই নয়, দেশটির জাতীয় জীবনে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে। রাষ্ট্রীয়ভাবে খেলোয়াড়দের সম্মান ও পুরস্কার দেওয়ার ঘোষণাকে অনেকেই দেশের ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণার বার্তা হিসেবে দেখছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন সেনা হত্যার জবাবে সিরিয়ায় পাল্টা হামলা যুক্তরাষ্ট্রে

মার্কিন সেনা হত্যার জবাবে সিরিয়ায় পাল্টা হামলা যুক্তরাষ্ট্রে