মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা, ছাড়পত্র চায়নি কেউ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা, ছাড়পত্র চায়নি কেউ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা, ছাড়পত্র চায়নি কেউ ছবির ক্যাপশন: বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান।
ad728

আইপিএলের একেবারে শেষ সময়ে এসে হঠাৎ করে মুস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করেছে দিল্লি ক্যাপিটালস। স্কোয়াডে তার নাম যুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও এখনো এবারের আসরে তার মাঠে নামা নিশ্চিত হয়নি।

অনিশ্চয়তার মূল কারণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ছাড়পত্রের আবেদন পৌঁছায়নি। আইপিএল কর্তৃপক্ষ, দিল্লি ক্যাপিটালস কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—কেউই এখন পর্যন্ত বিসিবির কাছে মুস্তাফিজের জন্য অনাপত্তিপত্র চায়নি।

নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি ক্রিকেটারকে আইপিএলে খেলাতে হলে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র নিতে হয় ফ্র্যাঞ্চাইজিকে। সেই প্রক্রিয়া শুরু না হওয়ায় মুস্তাফিজের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ বিষয়ে বিসিবি ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস গণমাধ্যমকে জানান, মুস্তাফিজ বা তার পক্ষে এখনো কেউ ছাড়পত্রের জন্য আবেদন করেননি। আবেদন এলে সেটি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বুধবার সন্ধ্যায় দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই দলে রয়েছেন মুস্তাফিজুর রহমানও।

আইপিএলের সূচি অনুযায়ী, দিল্লি ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ মে। অন্যদিকে, ঠিক তার আগের দিন ১৭ মে শারজাহতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ১৯ মে।

জাতীয় দলের এই ব্যস্ত সূচির কারণে একই সময়ে দুটি প্রতিযোগিতায় অংশ নেওয়া মুস্তাফিজের পক্ষে বাস্তবসম্মত নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে আইপিএলে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বড় অঙ্কের অর্থ আত্মসাতের মামলায় পুলিশের হাতে রিয়াজ

বড় অঙ্কের অর্থ আত্মসাতের মামলায় পুলিশের হাতে রিয়াজ