মেলবোর্নে ব্যাটারদের দুঃস্বপ্ন, সুবিধাজনক অবস্থানে অস্ট্রেলিয়া The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মেলবোর্নে ব্যাটারদের দুঃস্বপ্ন, সুবিধাজনক অবস্থানে অস্ট্রেলিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 27, 2025 ইং
মেলবোর্নে ব্যাটারদের দুঃস্বপ্ন, সুবিধাজনক অবস্থানে অস্ট্রেলিয়া ছবির ক্যাপশন: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে পেসারদের আধিপত্য
ad728

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনটি ছিল পুরোপুরি পেসারদের দখলে। পেস বান্ধব উইকেটে মাত্র ৭৬.১ ওভার খেলায় একদিনেই পড়ে যায় মোট ২০টি উইকেট। এমন অদ্ভুতুড়ে দিনের শেষে ম্যাচে এগিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

শুক্রবার (২৬ ডিসেম্বর) টস জিতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান। তবে প্রথম ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি অজিরা। পুরো দল গুটিয়ে যায় মাত্র ১৫২ রানে। সর্বোচ্চ ৩৫ রান করেন মাইকেল নেসার। এছাড়া উসমান খাজা করেন ২৯, অ্যালেক্স ক্যারি ২০ এবং ক্যামেরুন গ্রিন যোগ করেন ১৭ রান। ইংল্যান্ডের পক্ষে জস টাং একাই ৫টি উইকেট শিকার করেন, সঙ্গে গ্যাস অ্যাটকিনসন নেন ২টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও অস্ট্রেলিয়ান পেস আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি। মাত্র ১১০ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন হ্যারি ব্রুক। গ্যাস অ্যাটকিনসন ২৮ এবং অধিনায়ক বেন স্টোকস করেন ১৬ রান। অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে মাইকেল নেসার নেন ৪টি এবং স্কট বোল্যান্ড শিকার করেন ৩টি উইকেট।

প্রথম ইনিংসে ৪২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দিনের শেষ ভাগে ট্রাভিস হেডের সঙ্গে নাইট ওয়াচম্যান হিসেবে ওপেনিংয়ে নামেন স্কট বোল্যান্ড। এক ওভারে ৪ রান তুলে দিন শেষ করে স্বাগতিকরা। সব উইকেট হাতে রেখে অস্ট্রেলিয়ার লিড দাঁড়িয়েছে ৪৬ রানে।

প্রথম দিনের খেলা শেষে পেসারদের দাপটে ম্যাচে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া, তবে সামনে আরও নাটক অপেক্ষা করছে বক্সিং ডে টেস্টে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্থর আসন ছেড়ে দিল বিএনপি

পার্থর আসন ছেড়ে দিল বিএনপি