বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পর্দা নামছে আজ শুক্রবার (২৩ জানুয়ারি)। সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। শিরোপা নির্ধারণী এই ম্যাচের আগেই দর্শকদের জন্য রাখা হয়েছে ব্যতিক্রমধর্মী আয়োজন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ফাইনাল ম্যাচ শুরুর আগে বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বিপিএলের নতুন ট্রফি। এই ট্রফি উন্মোচন ঘিরেই থাকছে সবচেয়ে বড় চমক। হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে হাজির হবেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবং বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।
ট্রফি নামানোর এই মুহূর্তকে আরও রঙিন করে তুলতে থাকছে আতশবাজি ও লেজার শো। একই সঙ্গে ট্রফি উন্মোচনের আগে আয়োজন করা হয়েছে সংগীতানুষ্ঠানসহ নানা বিনোদনমূলক পরিবেশনা, যাতে ফাইনালের উত্তেজনা আরও বাড়ে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ফাইনাল ম্যাচকে ‘জাদুকরী সন্ধ্যা’ হিসেবে উল্লেখ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব বয়সী ক্রিকেটপ্রেমীদের জন্য স্টেডিয়ামে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করা হচ্ছে। মাঠের ভেতর ও বাইরে থাকবে আলোকসজ্জা, সংগীত ও বিশেষ প্রদর্শনী।
বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচের দুই ইনিংসের মাঝে ২০ মিনিটের বিরতি রাখা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী রাত ৯টা ২০ মিনিটের মধ্যেই ম্যাচ শেষ হওয়ার কথা রয়েছে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে ফাইনাল ম্যাচ নির্বিঘ্নে উপভোগ করতে পারেন দর্শকরা।
সব মিলিয়ে মাঠের ভেতরের ক্রিকেট লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরে বিনোদনের আয়োজন বিপিএল ফাইনালকে বাড়তি আকর্ষণ দেবে বলে মনে করছেন আয়োজকরা।
কসমিক ডেস্ক