আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে বিসিবি যে অবস্থান নিয়েছে, তা থেকে এখনো সরে আসেনি সংস্থাটি।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করে জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বিসিবি ইতোমধ্যে দুই দফায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে এবং সেখানে নিজেদের সিদ্ধান্তের কথা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, তারা নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন এবং খুব শিগগিরই আইসিসি থেকে চূড়ান্ত জবাব পাওয়ার আশা করছেন। তাঁর মতে, সোমবার বা মঙ্গলবারের মধ্যেই এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসতে পারে।
আমিনুল ইসলাম বুলবুল আরও বলেন, ভারতের মাটিতে খেলা নিয়ে বিসিবির আপত্তি অত্যন্ত দৃঢ়। যদি ভেন্যু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পাওয়া যায়, তাহলে বাংলাদেশকে বিকল্প পথ বেছে নিতে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে সেই বিকল্প কী হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বিসিবি সভাপতি।
দ্বিতীয় দফায় বিসিবির পাঠানো চিঠির জবাব আইসিসি কবে দিতে পারে—এ বিষয়ে নিজের ধারণাও তুলে ধরেন তিনি। বিসিবি সভাপতি বলেন, সহজ হিসাব অনুযায়ী রোববার দুবাইয়ে অফিস বন্ধ থাকায় সেদিন কোনো উত্তর আসার সম্ভাবনা নেই। তাই সোমবার বা মঙ্গলবারের দিকেই জবাব পাওয়া যেতে পারে। আইসিসিকে একটি পেশাদার প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, সাধারণত তারা আনুষ্ঠানিক প্রক্রিয়ার বাইরে কোনো মন্তব্য করে না।
এদিকে ক্রিকেট মহলে গুঞ্জন উঠেছে, কলকাতার ইডেন গার্ডেনের পরিবর্তে ভারতের অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের চিন্তা করা হতে পারে। তবে এ বিষয়ে বিসিবির কাছে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি বলে জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ভারতের অন্য ভেন্যুগুলোও ভারতেরই অংশ, ফলে শুধু ভেন্যু বদলালেই বিসিবির আপত্তির বিষয়টি মিটে যাবে—এমনটি নয়।
সব মিলিয়ে আইসিসির সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে বিসিবি। তবে বর্তমান অবস্থান অনুযায়ী, ভারতে না খেলার প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এখনো অনড়, তা আবারও স্পষ্ট করে দিয়েছেন সংস্থাটির সভাপতি।
কসমিক ডেস্ক