এস আলম গ্রুপের ঋণ কেলেঙ্কারি: স্ত্রীসহ ৯৫ জনকে আসামি করল দুদক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এস আলম গ্রুপের ঋণ কেলেঙ্কারি: স্ত্রীসহ ৯৫ জনকে আসামি করল দুদক

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 22, 2025 ইং
এস আলম গ্রুপের ঋণ কেলেঙ্কারি: স্ত্রীসহ ৯৫ জনকে আসামি করল দুদক ছবির ক্যাপশন: সাইফুল আলম ও তার স্ত্রী
ad728
ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদসহ ৬ হাজার ২৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ, তাঁর স্ত্রী ফারজানা পারভীনসহ মোট ৯৫ জনের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেছে দুদক।

ব্যাংক ঋণের অর্থ আত্মসাতের অভিযোগে বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ-এর কর্ণধার সাইফুল আলম মাসুদ, তাঁর স্ত্রী *ফারজানা পারভীন*সহ মোট ৯৫ জনের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

রোববার চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেন দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ।

দুদকের তথ্য অনুযায়ী, এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের নামে জনতা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে সুদে–আসলে মোট ৬ হাজার ২৪৩ কোটি ৭৮ লাখ ৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।
১ম মামলায় এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের নামে নেওয়া ঋণ থেকে ২ হাজার ৩ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৩০৮ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত সময়কালে এ অনিয়ম সংঘটিত হয়।
এ মামলায় সাইফুল আলম মাসুদ, তাঁর স্ত্রী ফারজানা পারভীনসহ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জনতা ব্যাংকের ২৮ জন কর্মকর্তাসহ মোট ৩২ জনকে আসামি করা হয়েছে।

২য় মামলায় এস আলম কোল্ড রোল্ড স্টিল মিলস লিমিটেডের নামে ঋণ নিয়ে ২ হাজার ২৯৭ কোটি ৭৪ লাখ ৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের সময়কাল ধরা হয়েছে ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত।
এ মামলায় সাইফুল আলম মাসুদসহ জনতা ব্যাংকের ২৫ জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

৩য় মামলায় এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে নেওয়া ঋণ থেকে ১ হাজার ৯৪২ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৫৯৩ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। সময়কাল উল্লেখ করা হয়েছে ২০০৫ সালের ১০ মে থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত।
এই মামলায় সাইফুল আলম মাসুদ, তাঁর স্ত্রী, পরিবারের আরও পাঁচ সদস্য এবং জনতা ব্যাংকের ২৬ কর্মকর্তাসহ মোট ৩১ জনকে আসামি করা হয়েছে।
আগে গত ১৭ ডিসেম্বর এস আলম গ্রুপের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩ হাজার ৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।
এ ছাড়া গত জুলাইয়ে সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। আদালতের আদেশে বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক, শত শত কোটি টাকার জমি ও সম্পত্তি জব্দ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞার মতো একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গণভোটে ‘হ্যাঁ’ না হলে অভ্যুত্থানের লক্ষ্য পূরণ হবে না: নাহিদ

গণভোটে ‘হ্যাঁ’ না হলে অভ্যুত্থানের লক্ষ্য পূরণ হবে না: নাহিদ