সাগরে ১২ ঘণ্টা ভাসার পর ৯৯৯-এ ফোন, উদ্ধার ৪ জেলে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাগরে ১২ ঘণ্টা ভাসার পর ৯৯৯-এ ফোন, উদ্ধার ৪ জেলে

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2026 ইং
সাগরে ১২ ঘণ্টা ভাসার পর ৯৯৯-এ ফোন, উদ্ধার ৪ জেলে ছবির ক্যাপশন: কোস্ট গার্ডের উদ্ধারকারী দলের মাধ্যমে সাগর থেকে উদ্ধার হওয়া জেলেরা (ফাইল ছবি)
ad728

বঙ্গোপসাগরে ইঞ্জিনচালিত নৌকা বিকল হয়ে প্রায় ১২ ঘণ্টা ধরে গভীর সাগরে ভাসছিলেন চারজন জেলে। শেষ পর্যন্ত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চাইলে দ্রুত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বঙ্গোপসাগর থেকে ইদ্রিস নামে এক জেলের ফোন পেয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

উদ্ধার হওয়া জেলে ইদ্রিস জানান, তিনি ও তার সঙ্গে থাকা আরও তিনজন জেলে বুধবার (২১ জানুয়ারি) সেন্ট মার্টিন দ্বীপ থেকে মাছ ধরার উদ্দেশ্যে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় সাগরে রওনা দেন। ছেড়াদ্বীপ অতিক্রম করার কিছু সময় পর হঠাৎ নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়।

ইঞ্জিন বিকল হয়ে পড়ায় নৌকাটি সাগরের স্রোত ও ঢেউয়ের সঙ্গে ভেসে যেতে থাকে। প্রায় ১২ ঘণ্টা ধরে তারা খোলা সাগরে ভাসমান অবস্থায় ছিলেন। এ সময় তারা কয়েকটি মাছ ধরার ট্রলারের দেখা পেলেও সাহায্যের জন্য চিৎকার করেও কোনো সাড়া পাননি।

ইদ্রিস আরও জানান, ঘন কুয়াশার কারণে চারপাশে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। স্রোতের টানে কোথায় ভেসে যাচ্ছেন, সেটিও তারা নিশ্চিতভাবে বলতে পারছিলেন না। তবে অনুমান করছিলেন, তারা ছেড়াদ্বীপ বা সেন্ট মার্টিনের আশপাশের কোনো এলাকায় অবস্থান করছেন।

এমন সংকটময় পরিস্থিতিতে ইদ্রিস তার মোবাইল ফোনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। কলটি রিসিভ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল নাঈম ইসলাম। এরপর দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কোস্ট গার্ড স্টেশনকে জানানো হয়। পুরো উদ্ধার কার্যক্রম সমন্বয় ও তদারক করেন ৯৯৯ ডিসপাচার এসআই সাব্বির আহমেদ নিক্সন।

সংবাদ পাওয়ার পর সেন্ট মার্টিন কোস্ট গার্ড স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল সাগরে অভিযান শুরু করে। সকাল আনুমানিক ১০টার দিকে ছেড়াদ্বীপ থেকে প্রায় ১২ কিলোমিটার (প্রায় ৫ নটিক্যাল মাইল) দূরে গভীর সমুদ্রের বাদরপাথর এলাকায় ভাসমান অবস্থায় চার জেলেকে উদ্ধার করা হয়।

সেন্ট মার্টিন কোস্ট গার্ডের পেটি অফিসার মোস্তাফিজ মামুন জানান, উদ্ধার করা জেলেদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদের নিরাপদে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছে দেওয়া হয়।

কোস্ট গার্ড ও ৯৯৯ কর্তৃপক্ষ জানিয়েছে, সাগরে বিপদের সময় দ্রুত ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে তাৎক্ষণিক সহায়তা পাওয়া সম্ভব। এই ঘটনায় দ্রুত সমন্বয় ও তৎপরতার কারণেই চার জেলের প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত ডাকযোগে পাঠানোর আহ্বান

পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত ডাকযোগে পাঠানোর আহ্বান