ঢাকা-৯ আসনে প্রতীক বরাদ্দ, তাসনিম জারার হাতে ফুটবল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঢাকা-৯ আসনে প্রতীক বরাদ্দ, তাসনিম জারার হাতে ফুটবল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
ঢাকা-৯ আসনে প্রতীক বরাদ্দ, তাসনিম জারার হাতে ফুটবল ছবির ক্যাপশন: ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ফুটবল প্রতীক গ্রহণ করছেন ডা. তাসনিম জারা
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার নামে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী ডা. তাসনিম জারার হাতে প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতীক হিসেবে ফুটবলই তার প্রথম পছন্দ ছিল।

ঢাকা-৯ সংসদীয় আসনে তিনি একমাত্র স্বতন্ত্র প্রার্থী। এই আসনে তার বিপরীতে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে আরও ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি জানান, গত কয়েকদিন ধরে তিনি ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকার বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় সাধারণ ভোটারদের কাছ থেকে প্রায় প্রতিদিনই একই প্রশ্ন শুনতে হয়েছে—তাকে সমর্থন করতে চাইলে ব্যালটে কোন প্রতীকে ভোট দিতে হবে।

তাসনিম জারা বলেন, “আজ প্রতীক বরাদ্দ পাওয়ার মাধ্যমে সেই প্রশ্নের একটি স্পষ্ট উত্তর পাওয়া গেল।” তিনি আরও জানান, বৃহস্পতিবার থেকেই তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

নির্বাচনী প্রচারণার মূল দর্শন সম্পর্কে তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতিই তার ক্যাম্পেইনের কেন্দ্রবিন্দু হবে। পাশাপাশি তিনি ঢাকা-৯ আসনের ভোটারদের কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচনী প্রচারণায় নারায়ণগঞ্জে ধারাবাহিক পথসভা করবেন তারেক

নির্বাচনী প্রচারণায় নারায়ণগঞ্জে ধারাবাহিক পথসভা করবেন তারেক