বাবার মুক্তির আশায় নির্বাচনী প্রচারে নামলেন হাবিবা কিবরিয়া The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাবার মুক্তির আশায় নির্বাচনী প্রচারে নামলেন হাবিবা কিবরিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2026 ইং
বাবার মুক্তির আশায় নির্বাচনী প্রচারে নামলেন হাবিবা কিবরিয়া ছবির ক্যাপশন:
ad728

বরিশালের মুলাদী উপজেলার জাতীয় পার্টির কার্যালয়ে বুধবার বিকেলে হাবিবা কিবরিয়ার বক্তব্য ছিল কেবল একটি নির্বাচনী ভাষণ নয়। সেখানে উঠে এসেছে একজন মেয়ের দীর্ঘ অপেক্ষা, বাবাকে ফেরত পাওয়ার আকাঙ্ক্ষা এবং ভোটের শক্তির প্রতি অটল বিশ্বাস।

হাবিবা কিবরিয়ার বাবা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও তিনবারের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বর্তমানে কারাবন্দি। কারাগার থেকেই তিনি বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। বাবার পক্ষে দলীয় প্রতীক পাওয়ার পরই মুলাদীতে ছুটে যান হাবিবা কিবরিয়া এবং মাঠে নামেন প্রচারণায়।

দলীয় কার্যালয়ে আয়োজিত এক ঘরোয়া সভায় হাবিবা কিবরিয়া বলেন, তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তার ভাষায়, রাজনীতি যদি খেলায় পরিণত হয়, তাহলে সেই খেলার সবচেয়ে বড় শিকার হয়েছেন তার বাবা। মামলা, জামিন আর আবার মামলা—এই চক্রকে তিনি ‘বরফ পানি, বরফ পানি’ খেলায় তুলনা করেন।

হাবিবার মতে, এই অবস্থার জবাব রাজপথে নয়, দিতে হবে ভোটের মাধ্যমে। তিনি বলেন, গোলাম কিবরিয়া টিপু তার কাছে শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন বাবা। একই সঙ্গে তিনি হাজার হাজার মানুষের আপনজন। কারো সঙ্গে রক্তের সম্পর্ক, কারো সঙ্গে আত্মার বন্ধন।

নিজের পরিবারের প্রসঙ্গ এলেও তিনি বারবার জোর দেন ভোটারদের সঙ্গে সম্পর্কের ওপর। তার ভাষায়, পরিবারের চেয়েও মানুষের সঙ্গে তার বাবার সম্পর্ক ছিল গভীর। তিনি জেলে আছেন—তাতে সেই সম্পর্কের ছেদ ঘটতে পারে না।

হাবিবা কিবরিয়া নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন, তার বাবা বরাবরই ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করতেন। সেই ঐক্যের শক্তিতেই এবার ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান তিনি। তার বিশ্বাস, একটি ভোটই কারাগারের তালা খুলতে পারে।

কর্মী সম্মেলনে নারী ভোটারদের ভূমিকাও আলাদা করে তুলে ধরেন তিনি। শুধু ঘরের দরজায় কড়া নাড়ে নয়, মানুষের মনের দরজায় পৌঁছানোর কথা বলেন হাবিবা। সেই দায়িত্ব মাঠের নারী কর্মীদের ওপর ছেড়ে দেন।

একপর্যায়ে তার বক্তব্য আরও ব্যক্তিগত হয়ে ওঠে। ঢাকায় সংসার, পাঁচ বছরের সন্তান এবং শ্বশুর-শাশুড়িকে রেখে বরিশালে অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন তার কাছে কেবল রাজনৈতিক লড়াই নয়—এটি একজন মেয়ের বাবাকে ফিরিয়ে আনার সংগ্রাম।

এক বছর দুই মাস আট দিন ধরে বাবার কারাবন্দি থাকার কথা উল্লেখ করলেও তার কণ্ঠে ছিল না ক্ষোভ, ছিল স্থির প্রত্যয়। তিনি বলেন, একজন মানুষকে কারাগারে রাখা যায়, কিন্তু হাজার হাজার মানুষকে নয়। ভোটের মাধ্যমেই জনগণ তার জবাব দেবে।

নির্বাচনী মাঠে উত্তেজনা বা পাল্টা কথাবার্তায় না জড়ানোর আহ্বান জানিয়ে হাবিবা কিবরিয়া বলেন, অপমান ও কটু কথা আসতে পারে, তিনি নিজেও তা সহ্য করেছেন। কিন্তু আবেগ নয়, ধৈর্যই এই লড়াইয়ের সবচেয়ে বড় কৌশল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: সালাহউদ্দিন আহমদ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: সালাহউদ্দিন আহমদ