সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজ রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী এ তথ্য নিশ্চিত করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিনিধিদলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান উপস্থিত থাকবেন।
জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, জামায়াত আমিরের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। তবে আলোচ্যসূচির বিস্তারিত বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবেই এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। বিশেষ করে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া, নির্বাচন ও জাতীয় ঐকমত্যের প্রশ্নে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছেন। আজকের বৈঠকেও রাজনৈতিক পরিবেশ, ভবিষ্যৎ করণীয় এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতামত বিনিময়ের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।
বৈঠক শেষে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে এই বৈঠক ঘিরে ইতোমধ্যেই আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে।
কসমিক ডেস্ক