তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় হোটেল–মোটেলে তীব্র চাপ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় হোটেল–মোটেলে তীব্র চাপ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় হোটেল–মোটেলে তীব্র চাপ ছবির ক্যাপশন: বিএনপির গণসংবর্ধনা সামনে রেখে ঢাকার বিভিন্ন এলাকায় হোটেল ও মোটেলে অতিরিক্ত চাপ।
ad728

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় দলীয় নেতাকর্মীদের আগমন বেড়েছে। বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ে শহরের আবাসিক হোটেল ও মোটেলগুলোতে কক্ষের তীব্র সংকট দেখা দিয়েছে। তিনতারকা মানের বা তার নিচের দিকের অনেক হোটেলে ইতোমধ্যে সব রুম বুকিং হয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পল্টন, মতিঝিল, ফকিরাপুল, শাহবাগ, কাওরান বাজার, সায়েদাবাদসহ আশপাশের এলাকাগুলোতে চাপ তুলনামূলকভাবে বেশি। অগ্রিম বুকিং সম্পন্ন হয়ে যাওয়ায় নতুন করে কক্ষ পাওয়া কঠিন হয়ে পড়েছে। কোথাও কোথাও স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ভাড়া নেওয়ার অভিযোগও উঠেছে।

দলীয় নেতাদের মতে, তারেক রহমানের গণসংবর্ধনা স্মরণকালের বড় সমাবেশগুলোর একটি হতে যাচ্ছে। বিমানবন্দর থেকে তিনশ ফিট সড়ক পর্যন্ত এবং পুরো শহরজুড়েই জনসমাগম হবে বলে তারা আশা করছেন। সে কারণে অনেকে যানজট ও ভোগান্তি এড়াতে আগেভাগেই ঢাকায় চলে এসেছেন।

হোটেল ব্যবসায়ীরা জানান, কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ঢাকায় আসছেন এবং কেউ কেউ একাধিক দিনের জন্য কক্ষ ভাড়া নিচ্ছেন। ফলে আবাসিক হোটেলগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় ব্যস্ততা অনেক বেড়েছে। তবে সবাই হোটেলে থাকছেন না—অনেকে আত্মীয়স্বজন বা দলের পরিচিতদের বাসায় উঠছেন। এতে বিভিন্ন আবাসিক এলাকাতেও অতিরিক্ত লোকসমাগম লক্ষ করা যাচ্ছে।

এদিকে কক্ষ সংকটে পড়েছেন অনেক নেতাকর্মী। কক্সবাজার জেলা ছাত্রদলের নেতা আজিজুল হক জানান, আগেভাগে চেষ্টা করেও কোনো হোটেল বুকিং পাননি। প্রয়োজনে খোলা আকাশের নিচে রাত কাটানোর মানসিক প্রস্তুতি নিয়েই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা বলেন তিনি।

নগর পরিকল্পনাবিদরা মনে করছেন, হঠাৎ করে মানুষের চাপ বাড়লে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে আবাসন, যান চলাচল, নিরাপত্তা ও জনশৃঙ্খলা একসঙ্গে সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। প্রশাসনের সমন্বিত ব্যবস্থাপনা প্রয়োজন বলে তারা মত দেন।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। তার প্রত্যাবর্তন উপলক্ষে তিনশ ফিট সড়কে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে তিনি বক্তব্য দেওয়ার পর চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে। তার আগমন ঘিরে ঢাকাসহ সারা দেশে উৎসবের আমেজ দেখা যাচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছি: পররাষ্ট্র

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছি: পররাষ্ট্র