বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে শোকজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে শোকজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে শোকজ ছবির ক্যাপশন:
ad728

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটি।

সোমবার (১২ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশের স্বাক্ষরিত নোটিশে তাকে শোকজ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দের আগেই আধুনগর ইউনিয়নে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে নাজমুল মোস্তফা আমিন প্রকাশ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

নোটিশে আরও বলা হয়, ভোট গ্রহণের তারিখের অন্তত তিন সপ্তাহ আগে এ ধরনের নির্বাচনী প্রচার সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর পরিপন্থি এবং তা সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।

এ অভিযোগের বিষয়ে আগামী ১৪ জানুয়ারি সকাল ১০টায় সাতকানিয়া চৌকি আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে নাজমুল মোস্তফা আমিনকে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হ্যাঁ’ ভোট মানেই নতুন বাংলাদেশের পথচলা: ড. ইউনূস

‘হ্যাঁ’ ভোট মানেই নতুন বাংলাদেশের পথচলা: ড. ইউনূস