জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখায় বড় ধরনের সাংগঠনিক ভাঙনের ঘটনা ঘটেছে। শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ মোট ১২ জন নেতা একযোগে দল থেকে পদত্যাগ করেছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে এ পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগের ঘোষণা দেন সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইন। একই সময়ে উপস্থিত অন্যান্য নেতারাও দলীয় সব পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
পদত্যাগ করা নেতাদের মধ্যে রয়েছেন—যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি এবং মো. রাতুল আহসান।
লিখিত বক্তব্যে আলী হুসাইন বলেন, তিনি ২০২৫ সালের ৩ জুন থেকে জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে দল গঠনের সময় যে রাজনৈতিক অঙ্গীকার, গণঅভ্যুত্থানের চেতনা এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার সঙ্গে অসামঞ্জস্যতা তৈরি হয়েছে।
তিনি বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের যে অঙ্গীকার নিয়ে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলাম, বাস্তবে তার ব্যত্যয় ঘটেছে। বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে জাতীয় নাগরিক পার্টির অবস্থানের সঙ্গে আমার ব্যক্তি দর্শনের সাংঘর্ষিকতা স্পষ্ট হয়ে উঠেছে।”
আলী হুসাইন আরও বলেন, এই অবস্থায় তার পক্ষে দলটির সঙ্গে আর পথচলা সম্ভব নয়। ব্যক্তি রাজনৈতিক দর্শন ও দলের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে মৌলিক বিরোধ থাকায় তিনি বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক পদসহ জাতীয় নাগরিক পার্টির সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য নেতারাও একই ধরনের মত প্রকাশ করে বলেন, দলীয় আদর্শ ও বাস্তব রাজনৈতিক চর্চার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তার কারণে তারা দল ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় রাজনৈতিক মহলে একযোগে ১২ নেতার পদত্যাগকে এনসিপির জন্য একটি বড় সাংগঠনিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
কসমিক ডেস্ক