টিএফআই সেলে গুম: শেখ হাসিনাসহ ১৭ জনের অভিযোগ গঠন আদেশ পেছাল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টিএফআই সেলে গুম: শেখ হাসিনাসহ ১৭ জনের অভিযোগ গঠন আদেশ পেছাল

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 22, 2025 ইং
টিএফআই সেলে গুম: শেখ হাসিনাসহ ১৭ জনের অভিযোগ গঠন আদেশ পেছাল ছবির ক্যাপশন:
ad728

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের ঘটনায় দায়ের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২৩ ডিসেম্বর এ বিষয়ে আদেশ দেওয়ার নতুন দিন ধার্য করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ রোববার (২১ ডিসেম্বর) এ সিদ্ধান্ত দেন।

এদিন তিন আসামির পক্ষে তাদের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করেন। একই সঙ্গে মামলায় গ্রেফতার থাকা ১০ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে গত ১৪ ডিসেম্বর তিন আসামির পক্ষে আইনজীবী হামিদুল মিসবাহ এবং সাত আসামির পক্ষে তাবারক হোসেন শুনানি করেন। শেখ হাসিনার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আমির হোসেন। এছাড়া পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ছয় আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম ও সুজাদ মিয়া আদালতে বক্তব্য দেন।

রাষ্ট্রপক্ষ গত ৩ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুম ও নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন জানান।

সব পক্ষের শুনানি শেষে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন।

এ মামলায় শেখ হাসিনাসহ মোট ১৭ জন আসামি রয়েছেন। এর মধ্যে শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সাতজন পলাতক। গ্রেফতার থাকা ১০ জনের মধ্যে রয়েছেন—ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম ও কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে); এবং লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সামরিক আইন জারির ব্যর্থতায় ইউন সুক–ইওলের পাঁচ বছরের জেল

সামরিক আইন জারির ব্যর্থতায় ইউন সুক–ইওলের পাঁচ বছরের জেল