গণভোট সফল হলে ফ্যাসিবাদ নির্মূল হবে : ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গণভোট সফল হলে ফ্যাসিবাদ নির্মূল হবে : ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
গণভোট সফল হলে ফ্যাসিবাদ নির্মূল হবে : ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন ছবির ক্যাপশন:
ad728

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, গণভোটের মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করা সম্ভব। জনগণ যদি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে প্রস্তাবকে সমর্থন করে, তাহলে দেশে আর কোনো সর্বগ্রাসী ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলার নিমতলায় গণভোটের পক্ষে প্রচার ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতা আঁকড়ে রাখার মানসিকতা থেকে নামমাত্র নির্বাচন আয়োজন করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। গণভোটের মাধ্যমে সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সৃষ্টি করবে এই গণভোট।

তিনি আরও বলেন, সংবিধানের কোনো মৌলিক পরিবর্তন আনতে হলে তা অবশ্যই গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন নিয়ে করতে হবে। এর ফলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং একক কর্তৃত্বের সুযোগ সীমিত হবে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি সত্যিকার অর্থে ফ্রি, ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতীতের নির্বাচনগুলোতে সরকারই নির্ধারণ করত কারা ক্ষমতায় আসবে। কিন্তু এবার জনগণ যাকে ভোট দেবে, সেই দলই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ভোটের দিন ভোটকেন্দ্র ও ব্যালট বাক্স পাহারা দেওয়ার দায়িত্ব জনগণেরই। জনগণের সক্রিয় অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে।

হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য দেন জেলার পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা গণভোট ও নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘কুয়াশার গান’ কনসার্টে সিগারেট বিতরণ নিয়ে প্রশ্ন, যা বললেন জ

‘কুয়াশার গান’ কনসার্টে সিগারেট বিতরণ নিয়ে প্রশ্ন, যা বললেন জ