তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন:
ad728

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, বিকেল সোয়া চারটার দিকে পাকিস্তানের হাইকমিশনার গুলশানের কার্যালয়ে পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতারা তাকে স্বাগত জানান। এরপর তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিশেষভাবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা জোরদার, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় হয়।

সাক্ষাৎটি সৌজন্য বৈঠক হিসেবে অনুষ্ঠিত হলেও এতে ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের সম্ভাব্য বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও আগ্রহ লক্ষ্য করা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনী সমঝোতা ইস্যুতে এনসিপিতে ভাঙনের সুর

নির্বাচনী সমঝোতা ইস্যুতে এনসিপিতে ভাঙনের সুর