বিদায় খালেদা জিয়া: সব চেষ্টা ব্যর্থ, না–ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিদায় খালেদা জিয়া: সব চেষ্টা ব্যর্থ, না–ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
বিদায় খালেদা জিয়া: সব চেষ্টা ব্যর্থ, না–ফেরার দেশে সাবেক প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: দীর্ঘ অসুস্থতার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
ad728

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ছয়টার দিকে তাঁকে ফোন করে মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুর সময় খালেদা জিয়ার পাশে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। মুক্তি পাওয়ার পর চলতি বছরের ৭ জানুয়ারি তাঁকে লন্ডনে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা ও একাধিক রোগের জটিলতায় তিনি ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়েন। প্রায়ই গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

সবশেষ গত ২৩ নভেম্বর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসেরও বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত চিকিৎসায় সাড়া দেননি তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে।

‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কসবায় আ.লীগ নেতার জামায়াতের ওয়ার্ড আমির হওয়া নিয়ে বিতর্ক

কসবায় আ.লীগ নেতার জামায়াতের ওয়ার্ড আমির হওয়া নিয়ে বিতর্ক